এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূলকে ঠেকাতে এবার কংগ্রেস-সিপিএমকেও পাশে চাইছে গেরুয়া শিবির, জল্পনা তুঙ্গে

তৃণমূলকে ঠেকাতে এবার কংগ্রেস-সিপিএমকেও পাশে চাইছে গেরুয়া শিবির, জল্পনা তুঙ্গে

সর্বভারতীয় স্তরে জোট-জল্পনা এখন তুঙ্গে এদিকে পঞ্চায়েত স্তরে তৃনমূলকে ক্ষমতাচ্যুত করতে কংগ্রেস ও সিপিএমের সঙ্গে জোটের পথে হাঁটতে চাইছে বিজেপি বলে চূড়ান্ত জল্পনা রাজনৈতিক মহলে। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, তারা মালদার ৩৩ টি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতের মধ্যে অন্তত ১৫ টিতে বোর্ড গড়ার লক্ষ্যে শাসক বিরোধীদের সঙ্গে একটি সমঝোতা পত্র তৈরির উদ্যোগ নিয়েছে।

কংগ্রেস নেতৃত্ব এই বিষয়ের সত্যতা স্বীকার করলেও কোন চূড়ান্ত সিদ্ধান্তের কথা জনায়নি এখনই। সিপিএম নেতৃত্বের বক্তব্য, বিজেপির সঙ্গে জোটে গিয়ে দলের কেউ এই ধরনের কাজ করলে তাকে বহিষ্কার করা হবে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, সিপিএম মুখে একথা বললেও দলের নিচু তলার কর্মীদের অনেকেরই এই প্রস্তাবে সায় আছে। ওয়াকিবহাল মহল বলছে খুব সম্ভবত সেই কারণেই বিজেপি এত জোরাল দাবী তুলতে পারছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বিজেপির সদ্য প্রাক্তন জেলা সভাপতি নির্মল দাম বলেন, জেলায় ৩৩ টি গ্রাম পঞ্চায়েতের ফল ত্রিশঙ্কু রয়েছে। তার মধ্যে অন্তত ১৫ টিতে শাসক বিরোধী বোর্ড বা প্রধান তৈরি করার লক্ষ্যে নিচুতলার কর্মীরা জোটবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে, বিরোধীরা একজোট হয়ে ওই সব জায়গায় বিরোধী বোর্ড গঠন করবে। কে প্রধান হবেন তা পরে ঠিক করা হবে”।

তবে এর ঠিক উল্টো সুরে বিজেপির নতুন জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী বলেছেন বিজেপি এই ধরণের কোন উদ্যোগ নিচ্ছে না। আবার জেলা কংগ্রেসের অন্যতম নেতা পবিত্র চন্দ এই প্রস্তাব তাঁদের কাছেও এসেছে বলে স্বীকার করেন। তবে তিনি এটাও বলেন যে এবিষয়ে দলের জেলা স্তরে এখনও কোনও চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে, সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, “কোনও জায়গায় সিপিএম বা বামফ্রন্ট বিজেপির সঙ্গে জোটে যাবে না – এটাই দলের সিদ্ধান্ত। যদি দলের কেউ বিজেপিকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করে তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে”। এদিকে যাদের বিরুদ্ধে দানা বাঁধছে এই জোট সেই তৃণমূলের তরফে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পূর্ণেন্দু দে বলেন, এটা বিরোধী দলগুলির ঘোষিত সিদ্ধান্ত না হলেও তারা ঘুরিয়ে এধরনের নির্দেশ দিয়েছে, তবে মানুষ সবই দেখছে – ফলে তাদের এই উদ্দেশ্য সফল হবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!