এখন পড়ছেন
হোম > জাতীয় > আসন্ন বাজেটেই কমতে চলেছে ব্যক্তিগত আয়করের সীমা! স্পষ্ট ইঙ্গিত অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

আসন্ন বাজেটেই কমতে চলেছে ব্যক্তিগত আয়করের সীমা! স্পষ্ট ইঙ্গিত অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি করছে বিরোধীরা। সংসদের ভেতরে এবং বাইরে এনিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রবল চাপে পড়তে হয়েছে। আর দেশের অর্থনৈতিক ব্যবস্থার এই মন্দার বাজার চাঙ্গা করতে ব্যক্তিগত আয়কর কমানোর দিকেই ইঙ্গিত করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুধু তাই নয়, দেশবাসীর ক্রয়ক্ষমতা বাড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো গত দু’মাসে 5 লক্ষ কোটি টাকা ঋণ দিয়েছে বলেও জানান দেশের বর্তমান অর্থমন্ত্রী।

আর অর্থমন্ত্রীর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যে এখন আশা সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। সূত্রের খবর, শনিবার এক ইংরেজি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেখানেই তিনি বলেন, “ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য এমন কিছু ব্যবস্থার কথা ভাবা হচ্ছে, যা বৃদ্ধি বাড়াতে উৎসাহ জোগাবে। আয়কর কমালে মধ্যবিত্তের হাতে টাকার যোগান বাড়বে। সেই উদ্বৃত্ত অর্থ কেনাকাটা খরচে বাজার ঘুরে দাঁড়াবে বলে সরকারের বিশ্বাস।”

তিনি জানান, “সেজন্য প্রত্যক্ষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়ন হচ্ছে। যার প্রভাব গুরুত্বপূর্ণ শিল্পগুলোতে পড়তে বাধ্য।” কিন্তু এই ব্যাপারে ঠিক কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে! এদিন সেই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “যদি আমি বলি হ্যাঁ নেওয়া হচ্ছে, তাহলে প্রশ্ন আসবে কবে! আবার হ্যাঁ বললে পাল্টা বলা হবে, আপনি কিন্তু বাজেট থেকে খুব দুরে নেই। তাই আমি হ্যাঁ বলছি না। তবে নাও বলছি না। কেননা আমরা এখন বিভিন্ন সম্ভাবনা নিয়ে কাজ করছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু ব্যক্তিগত আয়কর কাঠামো কি নতুন করে সাজিয়ে সরকার কি সাধারণ মানুষের হাতে আরও বেশি করে অর্থ দিতে চাইছে? এদিন এই প্রসঙ্গে নির্মলা সীতারামন বলেন, “একগুচ্ছ সম্ভাব্য পদক্ষেপের কথা ব্যক্তিগত আয়কর কমানোর কথাও ভাবা হচ্ছে। বাজেটের জন্য অপেক্ষা করুন। সংসদে 2021 অর্থবর্ষের বাজেট পেশ হবে আগামী ফেব্রুয়ারিতেই।” তাহলে কি আগামী বাজেটে এই ব্যাপারে কেন্দ্র বড়সড়ো পদক্ষেপ নিতে চলেছে!

এখন তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা। এদিন এই প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, “আমরা এখন ফেসলেস পদ্ধতির মাধ্যমে করে কর অ্যাসেসমেন্ট নির্ঝঞ্ঝাট করেছি এবং খুব শীঘ্রই তা পরোক্ষ করের ক্ষেত্রেও চালু করা হবে। জিএসটি কাউন্সিলের প্রতিটি বৈঠকেই আলোচনা হয়, কিভাবে সেই করের হার কমানো হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন বাজেটে যদি কেন্দ্রীয় সরকার ব্যক্তিগত আয়করের সীমা কমাতে পারে, তাহলে হয়ত ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ফিরে পাবে। কিন্তু এই ব্যাপারে এখনই কোনও মন্তব্য করতে নারাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাই শেষ পর্যন্ত বাজেটে কেন্দ্র এই ব্যাপারে ঠিক কী পদক্ষেপ নেয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!