এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপি নেত্রীকে ‘ছিনিয়ে’ নিতে আসা তৃণমূল নেতাই কি এবার বিজেপিতে যোগ দেবেন?

বিজেপি নেত্রীকে ‘ছিনিয়ে’ নিতে আসা তৃণমূল নেতাই কি এবার বিজেপিতে যোগ দেবেন?

বিজেপিতে যোগ দিয়ে তাঁর প্রথম উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে বড়সড় ধাক্কা দিয়েছিলেন মুকুল রায়। তাঁর হাতে ধরে উত্তরবঙ্গের দাপুটে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ শিখা চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করেন। শুধু যোগদান করায় নয়, বিজেপিতে গিয়ে তাঁর প্রাক্তন দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে তোলাবাজি, আদি তৃণমূলীদের অপমান সহ একগুচ্ছ অভিযোগ তোলেন। উত্তরবঙ্গে অন্যতম ‘আদি’ তৃণমূলী শিখাদেবী দলত্যাগ করায় একাধিক প্রশ্ন উঠে যায় রাজনৈতিক মহলে। আজ বিজেপির তরফে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ত্ব প্রাপ্ত নেতা মুকুল রায় আবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। আর তার আগেই প্রবল গুঞ্জন শিখাদেবীকে যেন-টেন-প্রকারেন শাসকদল ফেরাতে মরিয়া শীর্ষনেতৃত্ত্ব। শিখাদেবীর মানভঞ্জনের জন্য ইতিমধ্যেই দলের তরফে রঞ্জন শীলশর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মুকুল রায় উত্তরবঙ্গে পা রাখতেই স্বাভাবিকভাবেই সাংবাদিকরা শিখাদেবীর তৃণমূলে ফেরা সম্পর্কে তাঁর কাছে জানতে চান। এই প্রসঙ্গে মুখ খুলে মুকুলবাবু যা বললেন, তা যদি সত্যি হয় তাহলে বোধহয় বদলে যেতে চলেছে রাজ্য-রাজনীতির অভিমুখ বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। সাংবাদিকদের কুশলী উত্তর দিয়ে মুকুলবাবু এদিন জানান, শিখা চট্টোপাধ্যায় একজন পরিণত রাজনৈতিক নেত্রী। দেখাই যাক না তিনি কী করেন। হয়তো দেখবেন উল্টোটাই হল। তৃণমূলের রঞ্জন শীলশর্মাই বিজেপিতে চলে এলেন! যদি সেরকম কিছু ঘটে – আবাক হবেন না। অর্থাৎ কিনা মুকুল রায় বলতে চাইছেন, রাজ্যের শাসকদলের তরফে যে নেতা অধুনা বিজেপিনেত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ত্ব পেয়েছেন, তিনিই কিনা শেষপর্যন্ত গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন? স্বভাবতই মুকুল রায়ের এই প্রতিক্রিয়ার পর জল্পনা চরমে – দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল। একদল মনে করছেন, কিছুদিন আগেই রাধাকান্ত মাইতি তৃণমূলে ফিরে গেছেন, এখন শিখাদেবীও ফিরে গেলে মুখ পুড়বে, তাই তিনি চাপের খেলা শুরু করেছেন। অন্যদলের বক্তব্য, এতো সহজে হার স্বীকার করার লোক যে তিনি নন এবং তাঁর সাংগঠনিক দক্ষতা যে কতটা তারই প্রমান এহেন মন্তব্য। তবে ঘটনা যাই হোক, মুকুল রায়ের দ্বিতীয় উত্তরবঙ্গ সফর যে জমজমাট হতে চলেছে, প্রথদিনের চাপান-উত্তরেই তা স্পষ্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!