এখন পড়ছেন
হোম > জাতীয় > আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হতে চলেছেন এই দুই ‘সুপারস্টার’?

আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হতে চলেছেন এই দুই ‘সুপারস্টার’?

যদিও লোকসভা নির্বাচনের এখনো মাস ছয়েক দেরি রয়েছে – কিন্তু হাইভোল্টেজ সেই নির্বাচন ঘিরে পারদ চড়তে শুরু করে দিল। এবার রাজনৈতিকমহলে জল্পনা ছড়ালো দুই হেভিওয়েট ‘সুপারস্টারের’ গেরুয়া শিবিরের টিকিট পাওয়া নিয়ে। গেরুয়া শিবিরের অন্দরের খবর আসন্ন লোকসভা নির্বাচনে নিউদিল্লি কেন্দ্র থেকে গৌতম গম্ভীর ও রাঁচি কেন্দ্র থেকে মহেন্দ্র সিংহ ধোনিকে প্রার্থী করা হতে পারে। এই দুই তারকা খেলোয়াড়ের সঙ্গেই এই নিয়ে নাকি কথাবার্তা চলছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

যদিও মহেন্দ্র সিংহ ধোনি বা গৌতম গম্ভীর – কেউই এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে, শোনা যাচ্ছে, এই নিয়ে নাকি তাঁরা যে গররাজি এমনটাও নন। মহেন্দ্র সিংহ ধোনি এখনও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন এবং খুব সম্ভবত ২০১৯-এর একদিনের বিশ্বকাপ ক্রিকেটের পরেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। অন্যদিকে, বহুদিন আগেই জাতীয় দল থেকে ছিটকে গেছেন গৌতম গম্ভীর। তবে তিনি, সমাজসেবায় নিজেকে বেশ বড় রকমের জড়িয়ে রয়েছেন।

গৌতম গম্ভীরকে রাজনীতির ময়দানে আনার ভাবনা চিন্তা আরও দৃঢ় হয়েছে গেরুয়া শিবিরে, কারণ দিল্লি দখল যাঁর নেতৃত্ত্বে করার পরিকল্পনা হচ্ছিল সেই মীনাক্ষী লেখির কাজে খুব একটা নাকি সন্তুষ্ট নন অমিত শাহরা। অন্যদিকে, দিল্লির ‘লোকাল বয়’ গৌতম গম্ভীর ভাবমূর্তি বেশ ভালো রাজধানীতে। অন্যদিকে, দেশের ছোট এক শহর থেকে উঠে এসে জাতীয় দলকে নেতৃত্ত্ব দিয়ে যেভাবে বিশ্বকাপ জিতিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি – তাতে তাঁর ভাবমূর্তি শুধু তাঁর নিজের রাজ্যেই নয়, সারা দেশের ক্ষেত্রেই অত্যন্ত উজ্জ্বল। আর, তাই এই দুই মহাতারকার গেরুয়া শিবিরে যোগদান ঘিরে চূড়ান্ত জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!