এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাড়িতে বসে কাজ করলেও সরকারি কর্মীদের ‘ফাঁকি’ আটকাতে নজিরবিহীন পদক্ষেপ নবান্নের!

বাড়িতে বসে কাজ করলেও সরকারি কর্মীদের ‘ফাঁকি’ আটকাতে নজিরবিহীন পদক্ষেপ নবান্নের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতিকেই অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেক্ষেত্রে বাড়িতে থেকে কাজ করা মানে ছুটিতে থেকে দিন কাটানোর পরিস্থিতি আর থাকবে না বলেই মনে করা হচ্ছে।

নবান্নের তরফের জানা গেছে সম্পূর্ণ ডিউটি আওয়ার্স মেনে অফিসের কাজ করতে হবে সরকারি কর্মচারীদের। তার জন্য সমস্ত তথ্য অর্থাৎ কে কখন কাজ করছেন, কে কাজ করছেন না সব বিষয় নবান্ন থেকে নজরদারিতে রাখবেন পদস্থ কর্মচারীরা। প্রসঙ্গত সম্প্রতি নবান্নে আক্রান্ত হয়েছেন ৬ জন গাড়িচালক। ধীরে ধীরে নবান্ন করোনা সংক্রামিত হয়ে পড়ছে। এই পরিস্থিতি রুখতে মুখ্যমন্ত্রী যতটা সম্ভব কম কর্মী নিয়ে কাজ চালাচ্ছেন বলে জানা গেছে।

সূত্রের খবর এমনকি নবান্নে শিফটিং ডিউটি ও চালু হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। তবে কনটেইনমেন্ট জোনে যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তারা বাড়িতে থেকেই এই মুহূর্তে কাজ পরিচালনা করবেন বলে জানা গেছে। আর এই বাড়িতে থেকে কাজের জন্য সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে একটি সফটওয়্যারের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে সফটওয়্যার এর মাধ্যমে একজন কর্মী কখন কাজ করছেন,কখন কাজ বন্ধ করছেন সমগ্র বিষয়টি তালিকাভুক্ত হয়ে যাবে। কার্যত কেউ কাজে ফাঁকি দিলে সেটাও ধরা পড়বে এই সফটওয়ারের মাধ্যমে। ইতিমধ্যেই এই নজরদারির কাজ শুরু করা হয়েছে অর্থ দফতর দিয়ে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যদি সফলতা দেখা যায় তবে রাজ্যের আরো ৫২ টি দপ্তরে এই প্রক্রিয়া চালু করা হবে।

সম্প্রতি অর্থ দপ্তর সূত্রে জানা গেছে, ওই সফটওয়্যার এর মাধ্যমে সরকারি কর্মীদের কাজের ওপর নজরদারি প্রক্রিয়া শুরু হয়েছে। বাড়িতে থেকে নির্দিষ্ট বিভাগের পোর্টালে গিয়ে তাদের কাজ করতে হবে। সেক্ষেত্রে এই সফটওয়ারের মাধ্যমে জানা যাবে ওই কর্মী কখন লগইন করছেন এবং কখন লগআউট করছেন। আর এর জন্য ওই কর্মীর ইমেইল আইডি এবং ইমেইলের পাসওয়ার্ড দপ্তরের কাছে জানাতে হবে।

জানা গেছে এতদিন পর্যন্ত বহু সরকারি কর্মীই লকডাউনের কারণে বাড়িতে থেকে ল্যাপটপ, মোবাইল, নিজস্ব ডেক্সটপ ইত্যাদির মাধ্যমে মাঝেসাজে কিছু কাজ করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এবার মাঝেসাজে কাজ করার বদলে সম্পূর্ণ ডিউটি আওয়ার মেনে সরকারি কর্মচারীদের কাজে নেমে পড়তে হবে। পরিস্থিতি যতদিন না স্বাভাবিক পর্যায়ে পৌঁছে ততদিন বাড়িতে থেকে ডিউটি আওয়ার্স মেনেই কাজ চালিয়ে যেতে হবে সরকারি কর্মীদের এমনটাই সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!