এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ভিন রাজ্য থেকে ফিরেই সুখবর! এবার পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসংস্থানের অঙ্গীকার প্রশাসনের

ভিন রাজ্য থেকে ফিরেই সুখবর! এবার পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসংস্থানের অঙ্গীকার প্রশাসনের


করোনা ভাইরাসের জন্য অনেকদিন আগেই লকডাউন করে দেওয়া হয়েছিল গোটা দেশ। যার ফলে ভিন রাজ্যে কাজ করতে দেওয়া শ্রমিকরা প্রবল বিপাকে পড়ে গিয়েছিলেন। কিন্তু এবার সেই সমস্ত শ্রমিকদের নিজের রাজ্যে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তবে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্যে ফিরে এল। তারা এখন কাজ হারিয়ে ফেলেছেন। ফলে তারা সর্বস্বান্ত হয়ে আছেন।

তাই সেই সমস্ত শ্রমিকদের পাশে দাঁড়াতে এবার জবকার্ড দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। সূত্রের খবর, সম্প্রতি রাজ্য থেকে একটি ভিডিও কনফারেন্সে নির্দেশিকা প্রতিটি জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সে প্রতিটি জেলার জেলাশাসককে নির্দেশ দেওয়ার পরেই তা নিয়ে তৎপরতা শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলায়।

বস্তুত, দীর্ঘদিন লকডাউনের কারণে প্রতিটি গ্রামে 100 দিনের কাজ বন্ধ ছিল। তবে গত কুড়ি এপ্রিল থেকে চালু হয়েছে। এমতাবস্থায় অন্য রাজ্য থেকে অনেক শ্রমিকরা এসে পড়ায় তারা কর্মহীন হয়ে আছে। আর সেই সমস্ত শ্রমিকদের দিয়েই 100 দিনের কাজ করানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। যার ফলস্বরুপ এখন সেই সমস্ত পরিযায়ী শ্রমিক এবং অসংগঠিত শ্রমিকদের জবকার্ড দিয়ে তাদের আর্থিক ভাবে সংগতি ঘটাতে চাইছে রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, একদিকে গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করতে 100 দিনের কাজ শুরু করা এবং অন্যদিকে যে সমস্ত শ্রমিকরা এসেছেন, তাদের 100 দিনের কাজ করিয়ে অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছে রাজ্য সরকার। এদিন এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেন, “বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় পরিযায়ী শ্রমিক এবং অসংগঠিত শ্রমিকদের জব কার্ড দেওয়ার নির্দেশ দিয়েছেন।”

তিনি আরও জানিয়েছেন, “আমরা জানিয়েছি, যারা আবেদন করবেন, তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত জব কার্ডের ব্যবস্থা করতে হবে। আমাদের জেলায় 23 টি ব্লক রয়েছে। প্রতিটি ব্লকে আমরা এই ব্যাপারে নজরদারি শুরু করেছি। 100 দিনের কাজে গতি বাড়ানোর জন্য বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে। বৃক্ষ রোপনের জন্য গাছ লাগাতে বলা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে কাজ করতে হবে।”

একই সঙ্গে তাঁর বক্তব্য, “স্যানিটাইজার ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। আমাদের জেলায় 215 টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ যাতে পালন করা হয়, সেই ব্যাপারে সকলকে জানিয়ে দিয়েছি।” সব মিলিয়ে এবার পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর থেকেই পূর্ব বর্ধমান জেলায় তৎপরতা শুরু করে দেওয়া হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!