এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিনোদন > বিশ্বের জন্য করোনা ত্রাস হলেও এবার বাংলা সিরিয়ালে টিআরপি বাড়াতে ভরসা এই মহামারী, জেনে নিন কিভাবে

বিশ্বের জন্য করোনা ত্রাস হলেও এবার বাংলা সিরিয়ালে টিআরপি বাড়াতে ভরসা এই মহামারী, জেনে নিন কিভাবে


দীর্ঘ লকডাউনের পর ফের টেলিপাড়ার শুরু হলো জনপ্রিয় ধারাবাহিকগুলির শুটিং। তবে সবসময়ই একটি ধারাবাহিক কতখানি জনপ্রিয় তার মাপকাঠি জনপ্রিয়তা তথা টিআরপির ওপর নির্ভরশীল। সম্প্রতি শুরু হয়ে গেছে বিভিন্ন ধারাবাহিকের শুটিং। জানা গেছে এবার টিআরপি ধরে রাখতে ধারাবাহিকগুলোর গল্পতে আনা হচ্ছে লকডাউন এবং করোনা প্রসঙ্গ। তবে ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘জয় বাবা লোকনাথ’, ‘মহাপীঠ তারাপীঠ’ ইত্যাদি ধারাবাহিকগুলিতে করোনা প্রসঙ্গ থাকার কোন প্রশ্নই থাকছে না বলে জানানো হয়েছে।

বর্তমানে যে ধারাবাহিকগুলোতে করোনা এবং লকডাউন প্রসঙ্গ দেখানো হবে সেগুলিকে বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে দর্শকদের কাছে তুলে ধরা হবে। তাই পুরনো দিনের বা ধর্ম-কর্মের গল্প গুলির ধারাবাহিকে কোনরকম লকডাউন বা করোনা প্রসঙ্গ দেখানো হবে না। এদিকে স্টার জলসা, জি বাংলা, সান বাংলাইত্যাদি চ্যানেলগুলিতে এই ধরনের প্রায় ২০টি ধারাবাহিকের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

অন্যদিকে গত শুক্রবার থেকে লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দোপাধ্যায়ের ‘ম্যাজিক মোমেন্টস’- এর প্রযোজনায় শুরু করা হয়েছে মোট চারটি ধারাবাহিকের শুটিং। এরমধ্যে লীনা গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ীর শুটিং চালু হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন শ্রীময়ী চিত্রনাট্যে এই মুহূর্তে শুটিং করছেন টোটা রায়চৌধুরী এবং ইন্দ্রানী হালদার। তাঁর কথায়, ধারাবাহিকটিতে আগামী সোমবার থেকে দেখানো হবে শ্রীময়ি পরিবারের একজন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন মোটামুটি সব কটা ধারাবাহিকেই বাস্তব রূপ দিতে করোনা এবং লকডাউন প্রসঙ্গ তুলে ধরা হবে। আপাতত দাসানি এক নম্বর স্টুডিওয় শ্রীময়ীর শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে সুশান্ত দাসের ‘টেন্ট সিনেমা’ এবং ‘বয়হুড প্রোডাকশন’- এর প্রযোজনায় শুরু হয়ে গেছে ‘কে আপন কে পর’, ‘কৃষ্ণকলি’, ‘আলোছায়া’ এবং ‘সর্বমঙ্গলা’ এই চারটি ধারাবাহিকের শুটিং। সুশান্ত দাস জানিয়েছেন চারটি ধারাবাহিক এই খুব শীঘ্রই বাস্তবতা ফুটিয়ে তুলতে লকডাউন এবং করোনা প্রসঙ্গ দেখানো হবে।

জানার আছে এদিন সুশান্ত দাস এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন,’‌করোনা এবং লকডাউন আমাদের সবাইকেই পাল্টে দিয়েছে। তাই তিন মাস আগে পরিবারের গল্প যেমন ছিল, এখন আর সেটা থাকা সম্ভব নয়। আমাদের প্রতিটি ধারাবাহিকেই তাই আসবে করোনা প্রসঙ্গ। আসবে লকডাউন। চরিত্ররা বাইরে থেকে এলে মাস্ক পরেই ঘরে ঢুকবে। হাত স্যানিটাইজ করবে।’‌

তাদের বক্তব্য অনুযায়ী এই সমস্ত কিছুই করা হবে ধারাবাহিকগুলিকে মানুষের নিত্য জীবনের সঙ্গে মেলানোর জন্য। আর তাই এই ধারাবাহিকগুলির জনপ্রিয়তাতে কোন ধারাবাহিকে স্থান অনেকটা আগে থাকে সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন তারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!