এখন পড়ছেন
হোম > খেলা > ক্রিকেটের বিশ্বযুদ্ধ – ভারত-বাংলাদেশ ম্যাচের পর সর্বশেষ পয়েন্ট তালিকা একনজরে

ক্রিকেটের বিশ্বযুদ্ধ – ভারত-বাংলাদেশ ম্যাচের পর সর্বশেষ পয়েন্ট তালিকা একনজরে


গতকাল বিশ্বকাপের খেলায় বার্মিংহ্যামে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ। নিজেদের বাকি দু ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই যেখানে ভারতের সেমিফাইনাল নিশ্চিত ছিল, সেখানে এই ম্যাচে হারলেই বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়ার চাপ। যদিও মাত্র ৪৮ ঘন্টা আগেই এই মাঠে ইংল্যান্ডের কাছে এই টুর্নামেন্টে প্রথম হেরে ভারতও একটু চাপে ছিল। এই পরিস্থিতিতে বিরাট কোহলি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

দুই ওপেনার রোহিত শর্মা (১০৪) ও কেএল রাহুল (৭৭) ভালো শুরু করার পর ঋষভ পন্থ (৪৮) ও মহেন্দ্র সিং ধোনি (৩৫) ভারতকে ৩০০-এর গন্ডি পেরোতে সাহায্য করে। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৪ রান করে। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। জবাবে ব্যাট করতে নেমে পাল্টা লড়াই দেয় বাংলাদেশও। তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় ম্যাচ ক্রমশ হাতের বাইরে যেতে থাকে তাদের।

বাংলাদেশের হয়ে ব্যাটে উল্লেখযোগ্য ভূমিকা নেন সাকিব আল হাসান (৬৬), সাব্বির রহমান (৩৬) ও মহম্মদ সইফুদ্দিন (৫১ নট আউট)। কিন্তু হার্দিক পান্ডিয়ার ৩ ও জসপ্রীত বুমরাহর ৪ উইকেট বাংলাদেশকে ৪৮ ওভারেই ২৮৬ রানে অল আউট করে দেয়। ফলে ২৮ রানে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট কনফার্ম করে ফেলে বিরাট-বাহিনী। অন্যদিকে, বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের সলিল সমাধি ঘটে গেল এদিনই। গতকালের এই ম্যাচের পর এবারের বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান দাঁড়াল নিম্নরূপ –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!