এখন পড়ছেন
হোম > খেলা > ক্রিকেটের বিশ্বযুদ্ধ – পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের পর সর্বশেষ পয়েন্ট তালিকা একনজরে

ক্রিকেটের বিশ্বযুদ্ধ – পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের পর সর্বশেষ পয়েন্ট তালিকা একনজরে


গতকাল বিশ্বকাপের খেলায় লর্ডসে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও বাংলাদেশ। বাংলাদেশ আগেই ছিটকে গিয়েছিল সেমিফাইনালের দৌড় থেকে, পাকিস্তান অঙ্কের হিসাবে দৌড়ে থাকলেও তাদের সেমিফাইনালে যাওয়া ছিল কার্যত অসম্ভব। আর বাস্তবে হলও তাই, ম্যাচের শেষে পাকিস্তান জিতলেও – সরকারিভাবে বিশ্বকাপ থেকে তাদের বিদায় ঘটল।

গতকাল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইমাম উল হকের ১০০ ও বাবর আজমের ৯৬ রানের ইনিংসে ভর করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৫ রান তোলে। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও ৩ উইকেট নেন মহম্মদ সইফুদ্দিন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৪.১ ওভারে ২২১ রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে উল্লেখযোগ্য যোগদান সাকিব আল হাসানের (৬৪)। পাকিস্তানের হয়ে ৬ উইকেট নেন শাহীন আফ্রিদি। ৯৪ রানে জয়ী হয় পাকিস্তান। গতকালের এই ম্যাচের পর এবারের বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান দাঁড়াল নিম্নরূপ –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!