ক্রিকেটের বিশ্বযুদ্ধ – গতকালের দুটি ম্যাচের পর সর্বশেষ পয়েন্ট তালিকা একনজরে খেলা June 16, 2019 গতকাল বিশ্বকাপে দু-দুটি ম্যাচ ছিল। প্রথম ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায়। অস্ট্রেলিয়া আরন ফিঞ্চের অনবদ্য ১৫৩ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৫.৫ ওভারেই ২৪৭ রানে অল আউট হয়ে যায়। আসরেলিয়া ৮৭ রানে জয়ী হয়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায়। আফগানিস্তান ৩৪.১ ওভারে ১২৫ রানে অল আউট হয়ে যায়। এরপর বৃষ্টির জন্য ম্যাচের ওভার সংখ্যা কমে দাঁড়ায় ৪৮ আর জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১২৭। দক্ষিণ আফ্রিকা মাত্র ২৮.৪ ওভারেই ১ উইকেট হারিয়ে ৯ উইকেটে জয়ী হয়। গতকালের এই দুই ম্যাচের পর এবারের বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান দাঁড়াল নিম্নরূপ – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আপনার মতামত জানান -