ক্রিকেটের বিশ্বযুদ্ধ – গতকালের দুটি ম্যাচের পর সর্বশেষ পয়েন্ট তালিকা একনজরে খেলা June 23, 2019 গতকাল বিশ্বকাপে দু-দুটি ম্যাচ ছিল। প্রথম ম্যাচে সাউদাম্পটনে মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। ভারত টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলে সকলেই ভেবেছিল আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় করবে তারা। কিন্তু বাস্তবে দেখা যায় আফগানিস্তানের টাইট বোলিংয়ের সামনে ৫০ ওভারে ৮ উইকেটে ২২৪ রানের বেশি করতে পারে না ভারত। জবাবে ব্যাট করতে নেমে ম্যাচ রীতিমত জমিয়ে দেয় আফগানরা। চূড়ান্ত উত্তেজনাপূর্ন ম্যাচ শেষ ওভারে গিয়ে ফয়সালা হয়, ভারত জেতে ১১ রানে। দিনের অপর খেলায় ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের অনবদ্য ১৪৮ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ ২৯১ রান করে। জবাবে দুর্দান্ত রান তাড়া করেও ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৪৯ ওভারেই ২৮৬ রানে অল আউট হয়ে যায়। মাত্র ৫ রানে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। গতকালের এই দুটি ম্যাচের পর এবারের বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান দাঁড়াল নিম্নরূপ – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আপনার মতামত জানান -