ক্রিকেটের বিশ্বযুদ্ধ – পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর সর্বশেষ পয়েন্ট তালিকা একনজরে খেলা June 24, 2019 গতকাল লর্ডসে বিশ্বকাপের খেলায় মুখোমুখি হয় পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই বিশ্বকাপে দুই দলেরই পারফরম্যান্স বেশ হতাশাজনক, তাই কালকের ম্যাচ দুদলের কাছেই কার্যত ডু ওর ডাই ম্যাচ ছিল। এই পরিস্থিতিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। হরিশ সোহেলের দুর্দান্ত ৮৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তান ৭ উইকেটে ৩০৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট খুইয়ে ২৫৯ রানে থেমে যায়। ৪৯ রানে জয়ী হয় পাকিস্তান। গতকালের এই ম্যাচের পর এবারের বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান দাঁড়াল নিম্নরূপ – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আপনার মতামত জানান -