এখন পড়ছেন
হোম > খেলা > ক্রিকেটের বিশ্বযুদ্ধ – গতকালের দুই ম্যাচের পর সর্বশেষ পয়েন্ট তালিকা একনজরে

ক্রিকেটের বিশ্বযুদ্ধ – গতকালের দুই ম্যাচের পর সর্বশেষ পয়েন্ট তালিকা একনজরে


জমজমাট বিশ্বকাপ – গতকাল ছিল দু-দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে সাউদাম্পটনে ভারত খেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারে না তারা – ১০ নম্বরে নামা ক্রিস মরিস (৩৪ বলে ৪২) ও ১১ নম্বরে নামা রাবাদা (৩৫ বলে ৩১) রুখে না দাঁড়ালে অবস্থা আরও সঙ্গীন হত। দক্ষিণ আফ্রিকা শেষ করে ২২৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার অনবদ্য সেঞ্চুরিতে (১৪৪ বলে ১২২ নট আউট, ১৩x৪, ২x৬) ভর করে ১৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত।

অন্যদিকে, দিনের অপর ম্যাচটিতে লন্ডনে বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়। নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ সাকিব-আল-হাসানের হাফ সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ডের সামনে জেতার জন্য ২৪৫ রানের লক্ষ্য রাখে। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড রস টেলরের অনবদ্য ৯১ বলে ৮২ রানের ইনিংসে ভর করে ১৭ বল বাকি থাকতেই ২ উইকেটে ম্যাচ জিতে যায়। এই দুই ফলাফলের পর পয়েন্ট টেবিলের অবস্থা দাঁড়াল নিম্নরূপ –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!