এখন পড়ছেন
হোম > খেলা > বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল খেলা নিয়ে কিছু কাকতলীয় বিষয়

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল খেলা নিয়ে কিছু কাকতলীয় বিষয়

রাহুল-চক্রবর্তী, পুরুলিয়া :- বিশ্বকাপ ফুটবলের কোয়াটার ফাইনাল খেলা শুরুর আগে দেখে নিন এক ঝলক। বত্রিশ দেশের মধ্যে এখোন টিকে রয়েছে যে দেশ গুলির খেলা তা এই রকম –
প্রথম দিন প্রথমে ফ্রান্স-উরুগুয়ে এরপর ব্রাজিল-বেলজিয়াম,
সুইডেন -ইংল্যান্ড, রাশিয়া-ক্রোয়েশিয়া।

প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ – Priyo Bandhu Bengali

—————————————————————————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

যে দেশগুলোর খেলা রয়েছে তাতে দেখা যাচ্ছে প্রতিটা দেশের নামে রয়েছে ইংরেজীর ছয় এবং সাতটি বর্ণ। আবার খেলা হতে চলেছে এইমাসের ছয় এবং সাত তারিখে। নেটিজেনরাও বেশ উল্লাসিত এই বিষয়টা নিয়ে। বিষয়টি কাকতালীয় হলেও লড়াইটা হতে চলেছে ছয় এর সঙ্গে সাত এর। এই কারণে রাশিয়ার বিশ্বকাপ খেলাকে অনেকেই মনে রাখবে অনেকদিন। ফুটবল নিয়ে এই পাগলামি দেখে হয়তো ফুটবলের দেবীও হাসছেন আজ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!