এখন পড়ছেন
হোম > খেলা > বিশ্বকাপ ফুটবল – নক-আউট পর্বে কোন দলের খেলা কবে? জেনে নিন ভারতীয় সময়ানুযায়ী

বিশ্বকাপ ফুটবল – নক-আউট পর্বে কোন দলের খেলা কবে? জেনে নিন ভারতীয় সময়ানুযায়ী


শেষ হল বিশ্বকাপ ফুটবলের গ্রূপ স্টেজের খেলা, এবার শুরু নক-আউট পর্বের খেলা। ইতিমধ্যেই অঘটন, গ্রূপ পর্ব থেকেই বিধায় নিয়েছে গতবারের বিজয়ী জার্মানি, আবার দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি দুই হেভিওয়েট দল ফ্রান্স ও আর্জেন্টিনা। সবমিলিয়ে রীতিমত জমজমাট বিশ্বকাপ ফুটবল, চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন। আর মাঝে শুধু আজকের দিনটা বিশ্রাম – আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে নক-আউট পর্বের জমজমাট লড়াই। তার আগে একনজরে প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতীয় সময় অনুযায়ী কবে কোন দলের খেলা জেনে নিন একনজরে –

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

১. ফ্রান্স বনাম আর্জেন্টিনা, ৩০ জুন শনিবার, সন্ধ্যে ৭:৩০ টা
২. উরুগুয়ে বনাম পর্তুগাল, ৩০ জুন শনিবার, রাত ১১:৩০ টা
৩. স্পেন বনাম রাশিয়া, ১ জুলাই রবিবার, সন্ধ্যে ৭:৩০ টা
৪. ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক, ১ জুলাই রবিবার, রাত ১১:৩০ টা
৫. ব্রাজিল বনাম মেক্সিকো, ২ জুলাই সোমবার, সন্ধ্যে ৭:৩০ টা
৬. বেলজিয়াম বনাম জাপান, ২ জুলাই সোমবার, রাত ১১:৩০ টা
৭. সুইডেন বনাম সুইজারল্যান্ড, ৩ জুলাই মঙ্গলবার, সন্ধ্যে ৭:৩০ টা
৮. কলম্বিয়া বনাম ইংল্যান্ড, ৩ জুলাই মঙ্গলবার, রাত ১১:৩০ টা

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!