এখন পড়ছেন
হোম > অন্যান্য > চীনে বাড়তে থাকা করোনা ভাইরাসের প্রকোপের মাঝেই উহানের গবেষণাগার ঘুরে কি মতামত জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা? জানুন বিস্তারিত

চীনে বাড়তে থাকা করোনা ভাইরাসের প্রকোপের মাঝেই উহানের গবেষণাগার ঘুরে কি মতামত জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকালের পাওয়া তথ্য অনুযায়ী, চীনে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। তবে এরই মধ্যে বহুদিনের পরিকল্পনা মাফিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা পৌঁছে যান উহানের গবেষণাকেন্দ্রের দরজায়। বস্তুত, করোনাভাইরাস সংক্রমণের উৎসস্থল হিসেবে উহানের কথা অনেকদিন আগে থেকেই বলে আসছিলেন অনেক মানুষ। যার মধ্যে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে হুঁশিয়ারিও দেন।

সেখানে সম্প্রতি চিনের উহানে করোনা ভাইরাসের উৎসস্থল খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল যান বলেই জানা গেছে। সেইসঙ্গে উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে অত্যাধুনিক ভাইরাস গবেষণাকেন্দ্রের পরীক্ষাগার ঘুরে দেখেন তাঁরা। সেইসঙ্গে অত্যাধুনিক ওই গবেষণাগারে বাদুড় বাহিত করোনাভাইরাস-সহ একাধিক জীবাণু নিয়ে পরীক্ষা করা হয়, যা কিনা বিপদসীমার দিক থেকে বেশ বিপদজনক বলেই আখ্যা পেয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা একটি পশু সংরক্ষাগারও ঘুরে দেখেন। এরপর বাদুর নিয়ে কাজ করা চীনের অন্যতম সেরা ভাইরোলজিস্ট শি ঝেংলি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করেন বলেই জানা গেছে। আর সেই পরীক্ষার পর গবেষণাগার থেকে সংক্রমণের সম্ভাবনার সঙ্গে সঙ্গে কোনও পশুর মাধ্যমেও ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেছেন গবেষকরা।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ওই বিশেষজ্ঞ দলের সদস্য তথা ইকো হেল্থ অ্যালায়েন্স-এর সভাপতির উদ্বৃতি উল্লেখ করে বলা হয়েছে, পরীক্ষার পর সেখানে উপস্থিত নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব পাওয়া যাবে বলেই আশা রেখেছেন তাঁরা। আর তাই এই দিনটি তাঁদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!