এখন পড়ছেন
হোম > জাতীয় > “ইয়াস” মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মোদীর, জেনে নিন

“ইয়াস” মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মোদীর, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনার মধ্যে ভয়াবহ ঘূর্ণিঝড় “ইয়াস” আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আর এই পরিস্থিতিতে গোটা ভারত বর্ষ আশঙ্কার মধ্যে রয়েছে। বাংলাতেও তার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই এক বছর আগে করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের সময় যেভাবে আম্ফান আছড়ে পড়েছিল এবং তাতে ব্যাপক মানুষের ক্ষতি হয়েছিল, এবার যাতে তা সম্পূর্ণভাবে আগে থেকেই আটকানো যায়, তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার। এবার “ইয়াস” আছড়ে পড়ার আগে একটি পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যেখানে রাজ্যগুলোকে একাধিক নির্দেশ দিতে দেখা গেল তাকে। বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা যাতে সচল থাকে, তার জন্য বিভিন্ন দপ্তরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই যাতে সমস্ত মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায়, তার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। অর্থাৎ ঝড় যাতে কোনোভাবেই পরিস্থিতিকে আয়ত্তের বাইরে নিয়ে যেতে না পারে, তার জন্য সাধারণ মানুষকে আশ্রয় দিতে আগে থেকেই সমস্ত রকম প্রচেষ্টা শুরু করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ একাধিক দপ্তরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার সন্ধ্যার দিকে দেশের বিভিন্ন রাজ্যে এই ভয়াবহ ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। আর এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আগেভাগেই সমস্ত রকম প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার।

বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের সঙ্গে সেই ঝড় মোকাবিলা করার ব্যাপারে বৈঠক করে একগুচ্ছ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আর তারপরই একটি টুইট করেন তিনি। যেখানে নরেন্দ্র মোদী লেখেন, “সঠিক সময়ে প্রত্যেককে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হবে। বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা যেন ব্যাহত না হয়, সেদিকে নজর দিতে হবে। সংশ্লিষ্ট অঞ্চলে ঘূর্ণিঝড়ের জেরে কোনোভাবেই যাতে করোনা চিকিৎসায় প্রভাব না পড়ে, সেদিকে নজর দিতে হবে। প্রত্যেকের সুরক্ষা এবং মঙ্গল কামনা করছি।”

বিশ্লেষকরা বলছেন, যদি আম্ফানের মত ভারতবর্ষের বেশকিছু রাজ্যে এই “ইয়াস” আছড়ে পড়ে, তাহলে সংকট আরও বাড়তে শুরু করবে। প্রকৃতির রুদ্রলীলা কি হবে, তা কেউ জানে না। তবে আশঙ্কা ক্রমশ বাড়ছে সকলের মধ্যেই। একদিকে করোনা, অন্যদিকে এই ভয়াবহ দুর্যোগে মানুষ যাতে কোনোভাবেই বিপদগ্রস্ত হয়ে না পড়েন, তার জন্য নেওয়া হচ্ছে বাড়তি পদক্ষেপ। আর সেই কারণেই আজ একাধিক দফতরকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী। যে বৈঠকের পরে সকলকে সচেতন থাকার নির্দেশ দিতে দেখা গেল তাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!