এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ইয়ং ব্লাডকেই বেশি গুরুত্ব! পৌরভোটে প্রার্থী নিয়ে বৈঠকে মমতা !

ইয়ং ব্লাডকেই বেশি গুরুত্ব! পৌরভোটে প্রার্থী নিয়ে বৈঠকে মমতা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বৃহস্পতিবার কলকাতা পৌরসভার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর তারপর থেকেই কোন রাজনৈতিক দল কবে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে, তার দিকে নজর ছিল সকলের। অবশেষে আজ দলের প্রার্থী তালিকা ঘোষণা করার আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে দলীয় নেতা থেকে শুরু করে বেশ কিছু জনপ্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করবেন তিনি। আর সেই বৈঠকের পরই কলকাতা পৌরসভার নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ বিকেল পাঁচটায় একটি বৈঠক করবেন তৃণমূল নেত্রী। আর তারপরই তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। মূলত, এবার তৃণমূল কলকাতা পৌরসভার নির্বাচনের ক্ষেত্রে তরুণ প্রজন্মকে বেশি গুরুত্ব দিতে চাইছে। যাদের সঙ্গে মানুষের বেশি যোগাযোগ আছে এবং যারা ভালো কাজ করতে পারবে, তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হতে পারে বলে খবর। অর্থ্যাৎ একদিকে অভিজ্ঞতা এবং অন্যদিকে তরুণ প্রজন্মকে নিজেদের প্রার্থী তালিকায় জায়গা দিতে চাইছে ঘাসফুল শিবির। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!