ইয়াসের মোকাবিলায় এবার কি কোমড় বেঁধে নামছে কেন্দ্র ও রাজ্য? মোদী-মমতা যোগে কি সেরকমই ইঙ্গিত? নদীয়া-২৪ পরগনা মেদিনীপুর রাজনীতি রাজ্য May 27, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল রাজ্যে উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের উপকূলবর্তী এলাকা। সমুদ্রের বুকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইয়াশ গতকাল সকাল হতেই আছড়ে পরে উড়িষ্যার বালাশোরে। অন্যদিকে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল এই ঘূর্ণিঝড়ের আঘাত থেকে বাঁচতে পারেনি। কার্যত তছনছ হয়ে গিয়েছে বিস্তীর্ণ অংশ। গতবছর হয়ে গিয়েছিল আম্ফান। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন করে আবারও এবছর ঘূর্ণিঝড়ের ধাক্কা। বাংলার জন্য পরিস্থিতি মোটেই ভালো নয়। একেই করোনা সামাল দিতে নাস্তানাবুদ হতে হচ্ছে, তারমধ্যে এবার ঘূর্ণিঝড়। এই অবস্থায় আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাগুলি পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলার উপকূলবর্তী এলাকা ও ওড়িশার বিস্তীর্ণ অংশ পরিদর্শনে আসবেন বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করবেন। অন্যদিকে মনে করা হচ্ছে, দুর্যোগ নিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে আগামীকাল। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এবারের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার সুন্দরবন লাগোয়া এলাকায। শুক্রবার এই এলাকাগুলি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী একযোগে পরিদর্শন করতে চলেছেন। ইতিমধ্যেই বাংলাকে ইয়সের মোকাবিলায় সাহায্যার্থে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 400 কোটি টাকার সাহায্য ঘোষণা করেছেন। আপাতত দেখার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর কেন্দ্রীয় সাহায্য নিয়ে কোন কথোপকথন হয় কিনা। বিশেষজ্ঞরা মনে করছেন, যেভাবে দুই নেতা একযোগে দুর্যোগ কবলিত স্থান পরিদর্শন করতে আসছেন, বৈঠকে বসতে চলেছেন, তাতে এবার অন্তত কেন্দ্র-রাজ্য একসাথে কাজ করার সম্ভাবনা বেশি। আর এই সম্ভাবনা যদি সত্যি হয়, তাহলে রাজ্যের জন্য এর থেকে ভাল আর কিছুই হতে পারে না। ইতিমধ্যেই অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজস্ব পরিকল্পনাও ছকে ফেলেছেন। অন্যদিকে যেভাবে প্রতিবছর ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে রাজ্যে, তাতে বিশেষজ্ঞরা মনে করছেন এবার পাকাপাকি বন্দোবস্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। আপনার মতামত জানান -