এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ইয়াসের ক্ষতিপূরণে মমতা ব্যানার্জ্জীর নতুন পদক্ষেপ, জল্পনা তুঙ্গে

ইয়াসের ক্ষতিপূরণে মমতা ব্যানার্জ্জীর নতুন পদক্ষেপ, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় ইয়াস। গত দু’দিন যাবত আতঙ্কের প্রহর শেষে গতকাল সকালে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস উড়িষ্যার বালাশোরে। কিন্তু লেজের ঝাপটা গিয়েছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে। আর সেই ঝাপটার যে কত বড় ক্ষমতা, তা দেখে নিয়েছে গতকাল সারা রাজ্য মিডিয়ার দৌলতে। সমুদ্র উত্তাল হয়ে দীঘা শঙ্করপুর এর মতন টুরিস্ট স্পট মুহুর্তের মধ্যে জলমগ্ন করে পুরো টালমাটাল করে দিয়েছে। পাশাপাশি বিভিন্ন বাঁধ ভেঙে পড়েছে পূর্ব মেদিনীপুরে। গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে। এই অবস্থায় গত দুদিন ধরে একটানা নবান্নের কন্ট্রোল রুম থেকে পুরো পরিস্থিতির ওপর নজর রেখে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর মুখ্যমন্ত্রী নিজে যেখানে নজর রাখছিলেন সেখানে ক্ষয়ক্ষতির হিসাব করতে বিশেষ দেরি হয়নি। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে দেখিয়ে দিলেন, রাজ্যে সব মিলিয়ে 15 হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। আজকেও রাজ্যজুড়ে অতি গভীর নিম্নচাপ চলছে। দফায় দফায় বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। তাই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, বিপর্যয় কাটা মাত্রই উদ্ধারকাজ এবং ক্ষতিপূরণের কাজ শুরু হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নিজে পুরো পরিস্থিতি যাচাই করে ক্ষতিপূরণের কাজ শুরু করার পরিকল্পনা গুছিয়ে নিতে শুরু করেছেন। অন্যদিকে এদিন বিভিন্ন দপ্তরের সচিবদের থেকে কোথায় কি কি ক্ষতি হয়েছে, তার খতিয়ান নিয়েছেন মুখ্যমন্ত্রী।

এরপর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে এই মুহূর্তে 1.16 লক্ষ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়াসের তাণ্ডবে যার মূল্য দুই হাজার কোটি টাকা। পাশাপাশি ইয়াস আসার আগের দিন রাজ্যের বিভিন্ন জায়গায় টর্নেডো তৈরি হয়েছিল। যার ফলস্বরূপ প্রচুর কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে। সেখানেও ক্ষতিপূরণের প্রয়োজন। আপাতত মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের নেতৃত্বে একটি টাস্কফোর্স তৈরি করেছেন এবং 1000 কোটি টাকা দেওয়া হচ্ছে কাজের জন্য। প্রত্যেকটি টাকা যাতে সঠিকভাবে খরচ হয় তার জন্য মুখ্যমন্ত্রী এবার অতিরিক্ত কড়া। প্রসঙ্গত গত বছর আমফানের পর ক্ষতিপূরণ নিয়ে ব্যাপক প্রশ্নের মুখে পড়েছিল তৃণমূল সরকার তথা মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখনো পর্যন্ত বিভিন্ন সময় বিরোধীরা তাই নিয়ে কথা তোলে। তাই এবার আর মুখ্যমন্ত্রী কোনরকম ফাঁকফোকর রাখতে নারাজ। তাই ইয়াসের ত্রাণ বিলির ক্ষেত্রে ‘দুয়ারে সরকার’ এর মতন শুরু হতে চলেছে ‘দুয়ারে ত্রাণ’ কর্মুসূচী। কিভাবে ত্রাণ ঘরে ঘরে পৌঁছাবে, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন আজকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আজকে জানান, আগামী 3 রা থেকে 18 ই জুন ‘দুয়ারে ত্রাণ’ শিবিরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের আবেদন জমা নেওয়া হবে।

এরপর কারোর মাধ্যমে নয়, সরাসরি যিনি ক্ষতিগ্রস্থ, তাঁর ক্ষতিপূরণ আক্রান্ত ব্যক্তির নিজের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সুতরাং স্পষ্ট হয়ে গেল, মুখ্যমন্ত্রী এবার ত্রাণ বিলিতে কোন রকম অস্বচ্ছতা রাখতে চাইছেন না। পুরনো ঘটনা থেকে মুখ্যমন্ত্রী যে ভালোই শিক্ষা নিয়েছেন, সে কথা পরিষ্কার। কোনরকম আর্থিক দুর্নীতিকে তৃতীয় তৃণমূল সরকার আর প্রশ্রয় দিতে রাজি নয় তা মুখ্যমন্ত্রীর ‘দুয়ারে ত্রাণ’ পরিক্কল্পনাতেই পরিষ্কার। আপাতত দেখার, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ‘দুয়ারে ত্রাণ’ পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!