এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “ইয়াস” আতঙ্কের মাঝেই মন্ত্রিসভার বৈঠক মমতার, জোর গুঞ্জন!

“ইয়াস” আতঙ্কের মাঝেই মন্ত্রিসভার বৈঠক মমতার, জোর গুঞ্জন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   তৃতীয় তৃণমূল সরকারের তৃতীয় মন্ত্রিসভার বৈঠক আজ। প্রথম মন্ত্রিসভার বৈঠক ভালোমত অনুষ্ঠিত হলেও দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক ঘিরে সমস্যা তৈরি হয়েছিল। গত 17 তারিখে সেই মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা থাকলেও, সকালে গ্রেপ্তার হয়েছিলেন মন্ত্রিসভার দুই সদস্য সহ এক তৃণমূল বিধায়ক এবং এক প্রাক্তন মন্ত্রী। তারপরেই তোলপাড় পরিস্থিতি তৈরি হয় রাজ্যজুড়ে।

স্বাভাবিক ভাবেই সেই মন্ত্রিসভার বৈঠক ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা। পরবর্তীতে টেলিকনফারেন্সের মাধ্যমে সেই বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এই পরিস্থিতিতে আজ একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে ভয়াবহ ঝড় আছড়ে পড়ার আতঙ্কে হতে চলেছে রাজ্য মন্ত্রিসভার তৃতীয় বৈঠক। যে বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে। আজকের এই বৈঠক থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, আজ সোমবার দুপুর তিনটের সময় রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। নবান্নে অল্পকিছু মন্ত্রীদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেখানে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, অরূপ রায়, সুজিত বসু সহ একাধিক মন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন। তবে বাকি যারা মন্ত্রিসভার সদস্য আছেন, তারা ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। বলা বাহুল্য, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবারের মধ্যে রাজ্যে আছড়ে পড়তে পারে ভয়াবহ ঝড় ইয়াস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই তা নিয়ে রাজ্য প্রশাসন সমস্ত রকম প্রস্তুতি নিতে শুরু করেছে। তাই তার আগে মন্ত্রিসভার বৈঠক থেকে দায়িত্ব বন্টন করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি যে সমস্ত মন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন, তাদের নিজ নিজ এলাকার দিকে নজর রাখার কথা বলা হতে পারে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে শেষ মুহূর্তে সমস্ত রকম বিষয় তদারকি করে নিতে পারেন বাংলার প্রশাসনিক প্রধান।

একাংশ বলছেন, এক বছর আগেকার তিক্ত স্মৃতি এখনও কাটেনি। একদিকে করোনা, অন্যদিকে ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফানের দাপটে উপকূলবর্তী এলাকার মানুষ কার্যত ছন্নছাড়া হয়ে গিয়েছিলেন। তবে এক বছর আগেকার তিক্ত স্মৃতি ভুলে যখন তারা মাথা তুলে দাড়াতে শুরু করেছে, তখন আবার নতুন দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যখন মারাত্মক আকার ধারণ করেছে, তখন বুধবারের মধ্যে রাজ্যে “ইয়াস” নামক ঝড় আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস পাওয়া গিয়েছে।

স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে উপকূলবর্তী এলাকার মানুষদের সতর্ক করতে শুরু করেছে প্রশাসন। তবে ভয়াবহ ঝড়ের সময় যাতে সকলে সচেতন থাকেন এবং জনপ্রতিনিধিরা যাতে নিজেদের নিজেদের মত করে মানুষের পাশে দাঁড়ান, তার জন্যই এই মন্ত্রিসভার বৈঠক থেকে নির্দেশ দেওয়া হতে পারে। পাশাপাশি ঝড়ের সময় নবান্নের কন্ট্রোল রুমে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন মন্ত্রীর কি দায়িত্ব রয়েছে, সেই ব্যাপারে আজকের বৈঠক থেকে নির্দেশ দিতে পারেন বলে খবর। সব মিলিয়ে ভয়াবহ দুর্যোগের আগে রাজ্য মন্ত্রিসভার আজকের এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!