এখন পড়ছেন
হোম > রাজ্য > ইয়াসের মাঝেই বন্যা আতঙ্ক, সতর্কবার্তা রাজ্যের!

ইয়াসের মাঝেই বন্যা আতঙ্ক, সতর্কবার্তা রাজ্যের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে রীতিমত জেরবার রাজ্য সরকার। আর তার মাঝেই আশঙ্কাজনকভাবে রাজ্যে দুর্যোগ আছড়ে পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। যেখানে “ইয়াস” নামক ঘূর্ণিঝড় উপকূলবর্তী জেলাগুলোতে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেদিক থেকে দক্ষিণবঙ্গের কমবেশি প্রতিটি জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

তবে ওড়িশা থেকে এই “ইয়াস” নামক ঘূর্ণিঝড় বাংলায় প্রবেশ করার কারণে তা অতটা ক্ষতি করতে পারবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু ঘূর্ণিঝড় ক্ষতি না করলেও, এই দুর্যোগের সাথে বৃষ্টিপাত বন্যার আকার নিতে পারে পশ্চিমবঙ্গ জুড়ে বলে আশঙ্কা তৈরি হয়েছে। যার ফলে গোটা রাজ্যের বেশ কিছু জেলাতে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। স্বভাবতই ঘূর্ণিঝড়ের সাথে এবার বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় রীতিমত আতঙ্কিত হয়ে উঠেছে রাজ্যবাসী।

বিশেষ সূত্র মারফত খবর, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকেই টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সেদিক থেকে রাজ্যের বেশকিছু নদীতে জলস্তর বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি অত্যাধিক বৃষ্টি হওয়ার কারণে বিবিসির পক্ষ থেকেও জল ছেড়ে দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থ্যাৎ হঠাৎ করে জলস্তর বেড়ে যাওয়ার কারণে যাতে কোনোরকম বিপত্তি না হয়, তার জন্য আগেভাগেই সর্তকতা অবলম্বন করতে শুরু করল রাজ্য প্রশাসন।

বিশেষজ্ঞরা বলছেন, যদি দুর্যোগের মধ্যে আবার বন্যার ঘনঘটা দেখা দেয়, তাহলে হাহাকার শুরু হবে গোটা রাজ্য জুড়ে। এমনিতেই করোনা মহামারী ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে। তার মধ্যে এই “ইয়াস” নামক দুর্যোগ মোকাবিলা করতে রীতিমত সবরকম চেষ্টা করছে প্রশাসন। আর তার মাঝেই গোদের ওপর বিষফোঁড়া হিসেবে দেখা দিয়েছে বন্যার আতঙ্ক। যার জেরে আগেভাগেই সতর্কবার্তা জারি করে সাধারণ মানুষ থেকে শুরু করে মৎস্যজীবী সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে রাজ্য প্রশাসন। সব মিলিয়ে “ইয়াস” নামক দুর্যোগের পাশাপাশি এবার বন্যা রোধ করতে কতটা সক্ষম হয় রাজ্য, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!