এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > যাত্রীদের দুঃশ্চিন্তা বাড়িয়ে এবার থেকে ট্যাক্সি ভাড়া বাড়তে চলেছে

যাত্রীদের দুঃশ্চিন্তা বাড়িয়ে এবার থেকে ট্যাক্সি ভাড়া বাড়তে চলেছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য পরিবহণ ব্যবস্থাকে ঘিরে ডামাডোল যেন আর কাটতেই চাইছে না। করোনা সংক্রমণের কারণে এতদিন লকডাউন চলছিলো। ফলে পথে সাধারণ মানুষ সেভাবে নামেননি। ফলস্বরুপ পরিবহণ ব্যবস্থাও চালু হয়নি। কিন্তু আনলক পর্ব থেকেই সরকারি-বেসরকারি অফিস খুলে যায় এবং খুব স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীরা পথে নামেন এবং নির্ভর করতে হয় বাস-ট্যাক্সির ওপর। কিছুদিন আগে পর্যন্ত রব উঠেছিল বেসরকারি বাস ভাড়া বৃদ্ধির। যদিও সে সময় মুখ্যমন্ত্রী পদক্ষেপ নেওয়ার কারণে বেসরকারি বাস ভাড়া বৃদ্ধির ব্যাপারটি ধামাচাপা পড়ে যায়।

কিন্তু এবার ট্যাক্সি মালিক সংগঠনগুলি নিজেদের ভাড়া নিজেরাই বাড়িয়ে নেওয়ার কথা ঘোষণা করেছে। বুধবার বেঙ্গল ট্যাক্সি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পয়লা আগষ্ট থেকে ট্যাক্সি ভাড়া বাড়ছে ট্যাক্সির। ট্যাক্সিতে উঠলে এবার থেকে দিতে হবে 50 টাকা প্রথম দু কিলোমিটারের জন্য। এবং পরবর্তীতে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়ে দাঁড়াবে 25 টাকা। ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে ট্যাক্সি মালিকরা ডিজেলের অতিরিক্ত মূল্যবৃদ্ধিকেই দায়ী করেছেন।

সূত্রের খবর, ভাড়া বৃদ্ধির জন্য এদিন চারটি ট্যাক্সি সংগঠন বৈঠকে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে ট্যাক্সির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে যাত্রীরা অভিযোগ করেছে, ট্যাক্সিচালকরা কোনদিনও মিটারে যাননা এবং ভাড়ার নামে জোর জুলুম চালান। লকডাউনের সময় সুযোগ নিতে তারা আরও বেশি আগ্রহী। অন্যদিকে যাত্রী প্রত্যাখান ট্যাক্সি চালকদের নিত্যনৈমিত্তিক ঘটনা। ফলে এবার ট্যাক্সি সংগঠনগুলির ভাড়া বাড়ানোর ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলে দাবী জানাচ্ছেন যাত্রীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্য পরিবহণ দপ্তর থেকে ট্যাক্সি ভাড়া বাড়ানোর প্রসঙ্গে বলা হচ্ছে, যেভাবে ট্যাক্সি সংগঠনগুলি ট্যাক্সি ভাড়া বাড়িয়েছে তা পুরোপুরি বেআইনি। প্রয়োজনে সরকার পদক্ষেপ গ্রহণ করবে। তবে প্রশ্ন উঠেছে, লকিডাউনের সময় এমনিতেই মানুষের হাতে টাকা কম। সেখানে কোন যুক্তি নেই এভাবে এত পরিমাণে ভাড়া বাড়িয়ে দেওয়ার। যাত্রী মহল থেকে অভিযোগ, ট্যাক্সি যদি কখনো মিটারে চলে, তাহলেও কারচুপি ধরতে পারা যায়। অন্যদিকে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ জানিয়েছেন, ভাড়া বাড়ানোর দাবি সরকার না মানায় তারা নিজেরাই সংগঠনগত ভাবে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আগামী পয়লা আগস্ট থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

অন্যদিকে মনে করা হচ্ছে, সাধারণ মানুষকে পথে নামতে গেলে এই মুহূর্তে ভরসা করতে হচ্ছে বাস, ট্যাক্সি, অটোর ওপরে। সেখানে সাধারণ মানুষের চাপ বাড়িয়ে ইতিমধ্যেই কিছুটা মূল্য বৃদ্ধি হয়েছে সব কিছুর। সুতরাং ভাড়া যেহেতু আগে থেকেই বেড়ে রয়েছে, সেখানে নতুন করে ভাড়া বাড়ানোর যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছেনা। তবে নতুন করে যদি আবার ভাড়া বাড়ে তাহলে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ যে আরও বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বিশেষজ্ঞদের। তবে ট্যাক্সি ভাড়া বেড়ে যাওয়ায় নিত্য যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!