এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়ে এলেন বিজেপির বিএস ইয়েদুরাপ্পা

রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়ে এলেন বিজেপির বিএস ইয়েদুরাপ্পা


সকালে ইভিএম খোলার পর থেকেই যেমন গেরুয়া রঙে রঙ্গিন হতে শুরু করে দ্রাবিড়-ভূমি তাতে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছিলেন কর্নাটকে বিজেপির সরকার গঠন করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু দুপুর গড়াতেই বদলে গেল সব চিত্র। একক বৃহত্তম দল হয়েও বিজেপিকে থেমে যেতে হল সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা দূরে (যদিও গণনা এখনো চলছে, কিন্তু গণনার ধরন দেখে যদি এটাকেই শেষ ফলাফল ধরে নেওয়া হয়), কর্নাটকে সংখ্যাগরিষ্ঠতা পেতে যেখানে দরকার ১১২ টি আসন, সেখানে বিজেপি সংগৃহিত আসনসংখ্যা আপাতত ৮ টি কম।

কিন্তু এই অবস্থাতেও হাল ছাড়তে রাজি নয় বিজেপি। ইতিমধ্যেই সেখানে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিশেষ নির্দেশে উড়ে গেছেন তিন হেভিওয়েট নেতা জেপি নাড্ডা, প্রকাশ জাভড়েকর ও ধর্মেন্দ্র প্রধান। অন্যদিকে বিকেল ৫ টা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্যের বৃহত্তম দল হিসাবে সরকার গঠনের দাবি জানিয়ে আসেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পা। তিনি রাজ্যপালকে জানান, আমরাই রাজ্যে একক বৃহত্তম দল এবং সংখ্যা গরিষ্ঠতা থেকে আমরা মাত্র কয়েকটি আসন পিছনে। কিন্তু আমাদের সরকার গড়ার অনুমতি দেওয়া হলে বিধানসভার কক্ষে আমি আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমান করতে সক্ষম হব। যদিও এই ব্যাপারে রাজ্যপাল অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!