এখন পড়ছেন
হোম > জাতীয় > ইয়েদুরাপ্পার পরে নতুন মন্ত্রীসভা গঠনে নতুন সিদ্ধান্ত বিজেপি হাইকম্যান্ডের, শুরু জল্পনা

ইয়েদুরাপ্পার পরে নতুন মন্ত্রীসভা গঠনে নতুন সিদ্ধান্ত বিজেপি হাইকম্যান্ডের, শুরু জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কর্ণাটকে সম্প্রতি পদত্যাগ করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। কার্যত বিগত বেশ কিছুদিন ধরে কর্ণাটকে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব ক্রমশ মাথাচাড়া দিচ্ছিল। সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে কর্ণাটকের অর্ধেক বিজেপি নেতা বিরোধিতা করছিলেন। এই অবস্থায় পদত্যাগ করা ছাড়া ইয়েদুরাপ্পার কাছে আর কোনো রাস্তা ছিলনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ইয়েদুরাপ্পার জায়গায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েছেন বাসবরাজ বোম্মাই। পাশাপাশি এবারের মন্ত্রীসভায় কোন উপমুখ্যমন্ত্রী থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী।

ইয়েদুরাপ্পা এই ইস্তফার ব্যাপারটি প্রথম থেকে শেষ পর্যন্ত রীতিমতো সাসপেন্সের পর্যায়ে তুলে নিয়ে গিয়েছিলেন। শোনা যাচ্ছে, বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে যাতে তাঁর পক্ষে অনুকূল সিদ্ধান্ত হয়, সে আশাতেও ছিলেন ইয়েদুরাপ্পা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর কুর্শী ছাড়ার পরেই রীতিমতো আইনি দুর্বিপাকে জড়িয়ে পড়লেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই আবাসন দুর্নীতি মামলায় নোটিশ পাঠানো হয়েছে ইয়েদুরাপ্পার ছেলে তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি বি ওয়াই বিজেন্দ্রকে। অন্যদিকে আরেক প্রাক্তন মন্ত্রী এস টি সোমশেখর এবং একজন আইএএস অফিসারকেও আদালতের নোটিশ গিয়েছে দুর্নীতি মামলার জেরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে মঙ্গলবার কর্ণাটক হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের পক্ষ থেকে আবাসন দুর্নীতি মামলায় ইয়েদুরাপ্পার বিরুদ্ধে নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়। গত মাসে বিশেষ আদালতের পক্ষ থেকে যখনই ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ হয়ে যায়, সেসময় মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। কিন্তু এখন আর তিনি মুখ্যমন্ত্রী নেই। যারা যারা দুর্নীতি মামলায় জড়িয়েছিলেন প্রাক্তন মন্ত্রীসভায়, এবার তাঁদের প্রত্যেককেই আইনি রাস্তায় হাঁটতে হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বুধবার নতুন মুখ্যমন্ত্রী বোম্মাই জানিয়েছেন, রাজ্যে নতুন 29 জন মন্ত্রী শপথ নেবেন। তবে তার মধ্যেই ইয়েদুরাপ্পার ছেলে বিজেপির সহ-সভাপতি বি ওয়াই বিজেন্দ্র নেই।

পাশাপাশি এবারের মন্ত্রীসভায় কোন উপমুখ্যমন্ত্রী থাকছেনা হাই কমান্ডের নির্দেশে বলে জানা যাচ্ছে। নতুন মন্ত্রীদের মধ্যে যেমন সাতজন সমাজের পিছনের শ্রেণীর থেকে উঠে এসেছেন, সেরকমই তিনজন ও একজন তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত বলে জানা যাচ্ছে। এছাড়াও সাতজন ভোক্কালিগা, আটজন লিঙ্গায়েত এবং একজন রেড্ডি সম্প্রদায়ের। একইসাথে এবারের মন্ত্রীসভায় মহিলা মন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে। নতুন কর্ণাটক সরকার দলের অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে পরিস্থিতি সামাল দিতে পারে কিনা সেটা যেমন দেখার, পাশাপাশি কর্ণাটকে নতুন মন্ত্রীসভা কার্যত কতটা ফলপ্রসূ হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!