এখন পড়ছেন
হোম > জাতীয় > উত্তরপ্রদেশে উপনির্বাচনে ভরাডুবি, প্রকাশ্যেই তীব্র দ্বন্দ্ব যোগী-মোদী শিবিরের মধ্যে

উত্তরপ্রদেশে উপনির্বাচনে ভরাডুবি, প্রকাশ্যেই তীব্র দ্বন্দ্ব যোগী-মোদী শিবিরের মধ্যে

কোন্দল এবার মোদি-যোগী শিবিরের মধ্যে। গরক্ষপুর-ফুলপুরের হারের পর শুরু হয়েছে একে অপরের দিকে আঙুল তোলাতুলি। এদিন বিজেপির এক প্রাক্তন সাংসদ যোগীর বিরুদ্ধে তিব্র কটাক্ষ করে জানান,”এটা দলিত ও পিছিয়ে পড়া শ্রেণিকে অবজ্ঞার ফল। সেখানেই বাজি মেরেছেন অখিলেশ যাদব এবং মায়াবতী। শুধু পুজো-পাঠ করে রাজ্য চালানো যায় না।” এদিকে যোগী আদিত্যনাথের শিবিরের নেতারা এই হারের জন্য দুষছে মোদি শিবিরকে। এদিন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান, ‘বন্ধু যোগীজির জন্য খারাপ লাগছে। ঠিকই বলছেন তিনি। ট্রাম্প, মিত্রোঁ বা বিরোধী, যে-ই হোন, অতিরিক্ত আত্মবিশ্বাস পতনের কারণ।’ এদিকে বিজেপির এক শীর্ষ নেতার মতে, ”পারস্পরিক দোষারোপ করে কোনও লাভ হবে না। বিরোধীরা যখন এই সুযোগে আরও একজোট হচ্ছে, তখন ভবিষ্যতের রণকৌশল স্থির করতে দলেরও একজোট হওয়া দরকার। তিনিও অবশ্য মনে করেন, এই পরাজয় যোগীর কাছে একটি বার্তা। যিনি নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসেবে নিজেকে মেলে ধরতে যথেষ্টই তত্‍পর।” সব মিলিয়ে বিজেপির অন্দরমহল এখন বেশ উত্তপ্ত। বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন মোদি সরকার। এদিন সব কাজ ফেলে বৈঠকে বসেন যোগীও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!