এখন পড়ছেন
হোম > জাতীয় > যোগীর হাতে পিস্তল ধরিয়ে নামী প্রযোজকের সিনেমা বন্ধ-জেনে নিন বিস্তারিত

যোগীর হাতে পিস্তল ধরিয়ে নামী প্রযোজকের সিনেমা বন্ধ-জেনে নিন বিস্তারিত


ছবির পোস্টার মুক্তি পেতে পেতেই অস্বস্তি বাড়িয়ে বিতর্কে জড়ালেন ছবির পরিচালক। বিজেপির তীব্র কোপের মুখে পড়লেন তিনি। এমনকী যথারীতি তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করে ফেললেন বিজেপি নেতা। বাধ্য হয়ে ছবি বন্ধের সিদ্ধান্ত নিতে হল পরিচালককে। কথা হচ্ছে বিনোদ তিওয়ারি পরিচালিত ‘জিলা গোরক্ষপুর’ ছবির। গত শনিবারই ছবির ফার্স্ট লুক মুক্তি পেয়েছে। এবং তারপরই হইচই ফেলে দিয়েছে উওরপ্রদেশের রাজনৈতিকমহলে। কিন্তু কী ছিল সেই ছবির পোস্টারে যার জেরে বিজেপির ক্ষোভের শিকার হতে হল পরিচালককে? আসুন জেনে নেওয়া যাক্।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

পোস্টারে দেখা গিয়েছে, গেরুয়াবসনধারী একজন সন্ন্যাসী যিনি সূর্যের দিকে তাকিয়ে আছেন। তাঁর হাতে রয়েছে একটি আগ্নেয়াস্ত্র।  পোস্টারে ঠাঁই পেয়েছে শহরের মাঝে আকাশচুম্বী একটি মন্দির এবং একটি গোসাবক। ছবি দেখে দর্শকদের বুঝতে একটুও অসুবিধা হওয়ার কথা নয় যে, উওরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছায়া অবলম্বনেই ছবিটি বানানো হয়েছে। এ পোস্টার মুক্তির পরই বেজায় চটে যায় গেরুয়া শিবির। পরিচালক বিনোদ তিওয়ারির বিরুদ্ধে মুম্বাই-এ লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তথা উওরপ্রদেশের প্রাক্তন প্রাক্তন মন্ত্রী আই পি সিং।

গেরুয়া বসনপরিহিত যোগীজির হাতে পিস্তলের ছবির  কারণেই সমস্যা তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ,মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়,গোরক্ষপুর মঠ এবং হিন্দুধর্মকেও কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। এর পাশাপাশি এটাও দাবী করেছেন সমাজবাদী পার্টির নেতা আবু আজমি ছবি নির্মাতাদের মোটা টাকা দিয়ে  যোগীজির ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছেন লোকসভা ভোটের আগে। উল্লেখ্য,অভিনেত্রী আয়েশা তাকিয়া আবু আজমির পুত্রবধূ। এদিকে রাজনৈতিক চাপের মুখে পড়ে ছবি বন্ধের সিদ্ধান্ত নিতে হল পরিচালক বিনোদ তিওয়ারিকে। এ প্রসঙ্গে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, যোগীজির ভাবমূর্তি নষ্ট করার কোনো উদ্দেশ্য ছিল না তাঁদের।  কারোর জীবনী অনুসরণ করেও মুভিটি বানানো হয়নি। সম্পূর্ণ মিথ্যা প্রচার চালানো হচ্ছে ছবিটির বিরুদ্ধে। তবে,বৃহত্তর সমাজের কথা ভেবে ছবিটির কাজ বন্ধ করে দিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!