এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় ঘুরে দাঁড়াতে কোমর বেঁধে নামলেন অভিষেক, শুরুতেই তুমুল সাফল্য, খুশির হাওয়া তৃণমূলে

বাংলায় ঘুরে দাঁড়াতে কোমর বেঁধে নামলেন অভিষেক, শুরুতেই তুমুল সাফল্য, খুশির হাওয়া তৃণমূলে


সম্প্রতি “বাংলার যুবশক্তি” নামে নতুন এক কর্মসূচির কথা ঘোষণা করেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফেসবুক লাইভ করে এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন তিনি। আর প্রথম দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই নতুন কর্মসূচিতে ব্যাপক সাফল্য মিলল বলে জানা গেছে। সূত্রের খবর, প্রথম দিনেই বাংলার যুবশক্তি রাজ্যের প্রায় 42 লক্ষ মানুষকে কাছে পৌঁছে গেছে।

যেখানে প্রথম দিনেই ভিডিও দেখেছেন প্রায় 11 লক্ষ মানুষ। আর রেজিস্ট্রেশন করেছেন প্রায় 12 হাজার মানুষ। অন্যদিকে শুক্রবার বিকেল পর্যন্ত এই ওয়েবসাইটে প্রায় 50 হাজারের বেশি মানুষ ভিজিট করেছেন‌। সাত হাজারেরও বেশি পেজে তা শেয়ার হয়েছে। অন্যদিকে “বাংলার যুবশক্তি” হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায় 45 হাজারের মত মানুষ আপডেট দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এতেই রীতিমত তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উদ্যোগে এই কর্মসূচি অনেকটাই সাফল্য পেয়েছে বলে দাবি করছে বিশেষজ্ঞরা। ইতিমধ্যে এই ব্যাপারে একটি টুইট করেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “331 ব্লক, 230 টি শহর জুড়ে মানুষ রেজিস্ট্রি করিয়েছেন। বাংলার যুবশক্তি প্রথম 24 ঘন্টায় এত মানুষের কাছে পৌঁছাতে পারে আপ্লুত। বাংলার যুবশক্তি যেভাবে সাড়া দিয়েছেন, তার জন্য তাদের অনেক ধন্যবাদ।”

বিশেষজ্ঞরা বলছেন, অমিত শাহের ভার্চুয়াল সভার পরেই তৃণমূলের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। যেখানে বাংলার যুবশক্তি নাম দিয়ে সোশ্যাল মিডিয়ার উপর ভরসা রেখে মানুষের কাছে পৌঁছানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ নিলেন বলে মনে করেন একাংশ। আগামী 2021 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের এই উদ্যোগ বলে দাবি করতে দেখা যায় বিশেষজ্ঞদের।

এমত পরিস্থিতিতে “বাংলার যুবশক্তি” নামে নতুন এক মঞ্চ তৈরি করে তাতে প্রথম দিনেই যেভাবে সাফল্য পেলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, তাতে তৃণমূলের সৈনিকরা অনেকটাই উজ্জীবিত বলে দাবি করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত এই বাংলার যুবশক্তি তৃণমূলকে কতটা সাফল্য পাইয়ে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!