এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > যুব তৃণমূল নেতার নাম সিবিআই তালিকায় ওঠায় ফেরার নেতা, চরম অস্বস্তিতে তৃণমূল শিবির

যুব তৃণমূল নেতার নাম সিবিআই তালিকায় ওঠায় ফেরার নেতা, চরম অস্বস্তিতে তৃণমূল শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই বাংলার গরু ও কয়লা পাচার চক্র নিয়ে তদন্ত চালাচ্ছিল সিবিআই। বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদে আল-কায়দা জঙ্গি গ্রেফতার হয়। আর তারপরেই গরু পাচার চক্র নিয়ে তদন্তে গতি আসে। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর কাছে খবর যায় গরু পাচার ও কয়লা পাচার চক্রের মূলধন অনেক সময় জঙ্গিগোষ্ঠীতে নিয়োগ হয়। আর সে কারণেই তদন্তকারীরা এইসব চক্রের পেছনের মাথার হদিশ পেতে উঠেপড়ে লেগেছে। সেই সূত্রেই গোয়েন্দা দপ্তরের নাগালে আসে বিএসএফ কর্তা সতীশ কুমার এবং ব্যবসায়ী এনামুল হক। এই দুজনকে গ্রেপ্তার করার পর এবার গরু পাচার কাণ্ডেও উঠে এলো শাসক দলের অন্যতম যুব নেতার নাম।

আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য। সিবিআইয়ের জালে এবার নাম জড়ালো বিনয় মিশ্র নামে এক যুব তৃণমূল নেতার। এদিন সিবিআই কর্তারা যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর বাড়ি এবং অফিসে তল্লাশি চালালেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এর আগে গ্রেপ্তার হওয়া সতীশ মিশ্র এবং এনামুল হককে জেরা করেই বিনয় মিশ্রের নাম পাওয়া গিয়েছে। আর তারই ভিত্তিতে আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে তল্লাশি চালানো হয়। এদিন বিনয় মিশ্রর রাসবিহারী এলাকার বাড়ি ছাড়াও চেতলার বাড়ি এবং লেকটাউনের ফ্ল্যাটেও সিবিআই তল্লাশি চালায়।

তবে যুব তৃণমূল নেতা বিনয়কে না পাওয়ার কারণে ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি করা হয়েছে তাঁর বিরুদ্ধে। সিবিআই এর তরফ থেকে অভিযোগ উঠেছে, উক্ত যুব তৃণমূল নেতার রাসবিহারীর বাড়িতে রাতের অন্ধকারে ট্রাংকে করে টাকা ঢুকতো। যে কারণে সিবিআই বাড়ির সিসিটিভির রেকর্ড পরীক্ষা করতে শুরু করেছে। তাঁর কম্পিউটারও পরীক্ষা করে দেখা হচ্ছে। অন্যদিকে জানা গিয়েছে, বিনয় মিশ্র সিবিআই আসার খবর পাওয়ার পর থেকেই ফেরার হয়ে গিয়েছেন। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিনয় মিশ্রর সাথে দলের শীর্ষ নেতৃত্বের অবশ্যই যোগাযোগ আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত জুলাই মাসে যুব তৃণমূলের সাধারণ সম্পাদকের পদে নিয়োগ করা হয়েছিল বিনয় মিশ্রকে। পাশাপাশি তাঁর নিরাপত্তায় এক্স ক্যাটাগরি প্রদান করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। গরু পাচার চক্রের পাশাপাশি কয়লা পাচার চক্রেও যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর জড়িয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সিবিআই। তৃণমূল বিজেপিতে যোগ দেওয়ার পরেই বিভিন্ন নেতারা, বিধায়ক ও সাংসদরা তৃণমূলের অন্দরের বিভিন্ন কুচক্র নিয়ে সরব হয়ে ওঠেন। এমনকি তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীও বিজেপিতে যোগ দেয়ার পরেই স্লোগান তুলেছিলেন অভিষেক ব্যানার্জিকে তোলাবাজ আখ্যান দিয়ে।

তবে মনে করা হচ্ছে কয়লা ও গরু পাচার কান্ডে এবার জাল গোটাতে শুরু করেছে সিবিআই। ওদিকে বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল যুব নেতা বিনয় মিশ্রর নাম সিবিআই তালিকায় ওঠায় খুব স্বাভাবিকভাবেই দল কিছুটা অস্বস্তিতে। একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং দলবদলের ধাক্কায় এমনিতেই শাসকদল কিছুটা টলমল। তার মধ্যে নতুন করে যুব তৃণমূল নেতার নাম সিবিআই তালিকায় থাকায় দলের বিপদ যে আরও বেশ কিছুটা বেড়ে গেল তা নিয়ে কোন সন্দেহ নেই।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!