এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > যুব সংগঠনে ব্যাপক ভিড়, তৃনমূল-বিজেপির চিন্তা বাড়িয়ে দিল এই দল!

যুব সংগঠনে ব্যাপক ভিড়, তৃনমূল-বিজেপির চিন্তা বাড়িয়ে দিল এই দল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথায় আছে, যে দলে ছাত্র এবং যুবদের আধিক্য বেশি থাকে, সেই দল তত বেশি শক্তিশালী হয়। বর্তমানে রাজ্যের ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। সেদিক থেকে শাসকদলের দিকে প্রথমদিকে ছাত্র এবং যুবকদের ভিড় বেশি পরিমাণে থাকলেও, এখন অনেকেই ঝুকতে শুরু করেছেন রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির দিকে। তবে বিধানসভা নির্বাচনের আগে এই তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রধান লড়াই হবে বলে ধরে নেওয়া হলেও, কোনোমতেই সেই লড়াই থেকে পিছিয়ে আসতে রাজি নয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টি।

তাই এবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সদস্য সংখ্যা যেভাবে বাড়তে শুরু করেছে, তাতে ক্রমশ চিন্তা বাড়বে তৃণমূল এবং বিজেপি দুই দলের যুব সংগঠনেই বলে দাবি করছেন একাংশ। সূত্রের খবর, ইতিমধ্যেই ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সদ্য শেষ হওয়া দুই হাজার কুড়ি সালে যুব সংগঠনের সদস্য পদ নিয়েছেন 28 লক্ষ 75 হাজার 121 জন। আর যখন সিপিএম কার্যত অস্তিত্ব সংকটে ভুগছে বলে দাবি করছেন একাংশ, তখন সিপিএমের যুব সংগঠনের এতজন নতুন সদস্যের আগমন নিঃসন্দেহে তাদের বাড়তি অক্সিজেন যোগাবে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, সম্প্রতি দীঘায় রাজ্য কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেই বৈঠকের পরই ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক শায়নদীপ মিত্র এবং রাজ্য সভানেত্রী  মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “যুব সংগঠনের মধ্যে বামপন্থীদের নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। অতিমারি লকডাউনের সময় সরকারে না থেকে বামেরা যে মানুষের পাশে দাঁড়িয়েছে, তাতে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি মোহভঙ্গ হয়েছে যুবদের। আগামী বিধানসভা নির্বাচনে বাম ও গনতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ শক্তিকে সরকারে এনে উন্নততর বাংলা গড়তে সাধারণ জনতার সঙ্গে যুবদেরও বড় ভূমিকায় দেখা যাবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই সিপিএমের যুব সংগঠনে যে নতুন করে জোয়ার এসেছে, বলাই যায়। বিশেষজ্ঞরা বলছেন, সিপিএমে গত 2011 সাল থেকে ভাঙ্গন ধরতে শুরু করেছিল। আর তারপর যত দিন গিয়েছে, ততই ভাঙ্গন ধরতে শুরু করেছিল। কিন্তু এবার সিপিএমের যুব সংগঠনে এভাবে সদস্য বৃদ্ধি যথেষ্ট উজ্জীবিত করল বাম শিবিরকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, “মানুষের রোজকার রুটিরুজিতে টান দিচ্ছে বিজেপি ও তৃণমূল সরকার। আর এই দৈনন্দিন সমস্যার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে যে বামপন্থীরাই একমাত্র আছে, সেটা ডিওয়াইএফআইয়ের সদস্য সংখ্যা বৃদ্ধিতে প্রমাণিত। যখন বারবার তৃনমূল ও বিজেপির তরফে প্রচার করা হচ্ছে বামেরা অস্তিত্বহীন, তখন ডিওয়াইএফআই তথা সিপিএম যুব সংগঠনের শক্তি বাড়ছে। এটাই প্রমাণ করছে শত চেষ্টা করেও বামপন্থীদের দমিয়ে রাখা যাচ্ছে না।”

একাংশ বলছেন, যেভাবে সিপিএম এবার তাদের যুব সংগঠনে সদস্য বাড়াতে শুরু করেছে, তাতে তৃনমূল এবং বিজেপি ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। দুই দল তৃনমূল এবং বিজেপি নিজেদের সংগঠনের শ্রীবৃদ্ধি করলেও এতদিন সিপিএমের নিস্ক্রিয়তা বাম শিবিরকে ধীরে ধীরে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। আর এই পরিস্থিতিতে এবার ডিওয়াইএফআইয়ের সদস্য বৃদ্ধি সিপিএমের ভোটব্যাঙ্ক বৃদ্ধিতে কতটা সহযোগিতা করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!