এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > যুব তৃণমূলের সভায় আজ বড় চমক দিতে চলেছে শাসকদল

যুব তৃণমূলের সভায় আজ বড় চমক দিতে চলেছে শাসকদল

গত শুক্রবার প্রথমবারের জন্য বিজেপির প্রকাশ্য সমাবেশ থেকে নিজের বক্তব্য রাখেন তৃণমূল ত্যাগী নেতা মুকুল রায়। আর প্রথমবারেই তিনি তাঁর আক্রমনের তীর রাখেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড-হারবারের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের মাননীয় মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। আর আজ সেই একই জায়গায় সভা রয়েছে বিকেল ৩টে নাগাদ তৃণমূল যুব কংগ্রেসের। যদিও বিজেপির সভার পাল্টা সভা নয়, সরকারিভাবে জানানো হয়েছে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সভা।
মুকুলবাবু সেদিন যাঁদের দিকে তাঁর আক্রমন শানিয়েছিলেন তাঁরা কেউই সভায় থাকবেন না বলেই খবর। সূত্রের খবর সভামঞ্চে উপস্থিত থাকবেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। তবে আজকের সবথেকে বড় চমক হতে চলেছে সম্ভবত মুকুলপুত্র শুভ্রাংশু রায়ের উপস্থিতি। মুকুল রায় শুক্রবার যে অভিযোগ করেছিলেন, তার জবাব দেবে আজকের সভায় যুব তৃণমূল বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে সভায় শুভ্রাংশু বাবার আগের দিনের অভিযোগ সম্পর্কে কিছু বলেন কিনা তা নিয়ে জল্পনা বাড়ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!