এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভার আবহে হাত মিলিয়েছেন দুই ‘যুবরাজ’! তিন বছরের আগের উদাহরণ হাসি ফোটাচ্ছে বিজেপির?

বিধানসভার আবহে হাত মিলিয়েছেন দুই ‘যুবরাজ’! তিন বছরের আগের উদাহরণ হাসি ফোটাচ্ছে বিজেপির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট– বিহারের প্রথম দফা ভোট হয়েছে শান্তিপূর্ণভাবেই। সেক্ষেত্রে ভোটের আগে রাহুল গান্ধীর বিতর্কিত টুইট নিয়ে বিরোধীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও স্বভাবসিদ্ধভাবেই ভোট হয়েছে বলে দেখা গেছে। তবে আজ বিহারের দ্বিতীয় দফা ভোট। আর ভোটের আগে আজই প্রচারের শেষ দিন ছিল বলে জানা যায়।

আর আজকের বিহারের ভোটে মোদীর মোট চারটি জনসভা করার কথা ছিল। আর তার প্রথমটিতেই তাঁকে কংগ্রেস এবং আরজেডির তথাকথিত যুবরাজদের কটাক্ষ করতে দেখা গেল। এতদিন যেখানে আরজেডির তেজস্বী যাদব বিহারের জেডিইউ-বিজেপি জোট সরকারকে ‘ডবল ইঞ্জিন’ সরকার বলে কটাক্ষ করতেন, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পালটা ‘ডবল যুবরাজে’র নাম করে নতুন বিতর্ক তৈরি করলেন।

বস্তুত, রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে যৌথভাবে কটাক্ষ করতেই তিনি এহেন কাজ করেছেন বলেই বোঝা যাচ্ছে। এদিন তিনি বলেন, বছর তিন চারেক আগে উত্তরপ্রদেশও দুই যুবরাজ হাত মিলিয়েছিল। তারা বাসের মাথা থেকে একসঙ্গে হাত নাড়াচ্ছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে উত্তরপ্রদেশের মানুষ তাঁদের বাড়ি পাঠিয়ে দিয়েছিল। এবার বিহারেও দুই যুবরাজ হাত মেলাচ্ছে। তবে তিনি নিশ্চিত বিহারের মানুষও ওদের ধরাশায়ী করে দেবে। আর এখানেই দুই যুবরাজ বলতে যে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে যৌথভাবে বোঝানো হয়েছে, সেকথা আলাদা করে বলে দিতে হবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির জোট হয়েছিল। সেখানে যৌথভাবে প্রচার চালাতে দেখা গিয়েছিল রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবকে। কিন্তু তাতেও ভালো ফল হয়নি। সেবার বড় তফাতে জিতেছিল বিজেপি। আর সেই প্রসঙ্গ তুলেই প্রধানমন্ত্রী এদিন দুই যুবরাজ বলে কটাক্ষ করেছেন।

বিহারের ছাপরার জনসভা থেকে এদিন মোদি বলেন, সেই যুবরাজ এবার জঙ্গলরাজের যুবরাজের সঙ্গে হাত মিলিয়েছে। একদিকে সেই যুবরাজ এবং অন্যদিকে জঙ্গলরাজের যুবরাজ। অন্যদিকে বিহারের ডবল ইঞ্জিন সরকার। যারা কিনা মানুষের জন্য কাজ করছে। ডবল ইঞ্জিনের এনডিএ সরকার মানুষের উন্নয়নে যে বদ্ধপরিকর, সেই বার্তাই দিয়েছেন তিনি।

আর অন্যদিকে ডবল যুবরাজ নিজেদের মুকুট বাঁচাতে বদ্ধপরিকর বলেই দাবি করেছেন তিনি। অন্যদিকে, মোদির এই ‘যুবরাজ’ কটাক্ষের কোনও জবাব দিতে দেখা যায়নি তেজস্বী যাদবকে। তবে মোদিকে পালটা বেকারত্ব নিয়ে কটাক্ষ করে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন, ডবল ইঞ্জিন সরকারের আমলেও বিহারে বেকারত্ব ৪৬ শতাংশ হওয়ার কারণ কি! তবে এই প্রসঙ্গে মোদি পাল্টা কি উত্তর দেন, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!