এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > যাবতীয় গুঞ্জনের পরিসমাপ্তি, রাজীব অবশেষে এলেনই না বিজেপির বৈঠকে যোগ দিতে

যাবতীয় গুঞ্জনের পরিসমাপ্তি, রাজীব অবশেষে এলেনই না বিজেপির বৈঠকে যোগ দিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির হেস্টিংসের অফিসে আজকে চলছে ভোট পরবর্তী সবথেকে বড় বৈঠক। প্রথম থেকেই নজর ছিল এই বৈঠকে বিজেপির কোন কোন নেতারা উপস্থিত হন তার দিকে। বিশেষ করে নজর ছিল বিধানসভা নির্বাচনের আগে যারা দলবদল করে বিজেপিতে এসেছিলেন তাঁদের দিকে এবং তাঁদের মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের আজকের বিজেপির বৈঠকে আসার গুঞ্জন ক্রমশ তীব্র হচ্ছিল।

প্রসঙ্গত, রাজীব ব্যানার্জি গত শনিবার দলকে দুটি চিঠি দেন। যার মধ্যে একটি মুখবন্ধ খাম ছিল এবং অন্যটি রাজ্যের ঘরছাড়াদের তালিকা। সুতরাং রাজীব ব্যানার্জীর এই পদক্ষেপের পর রাজনৈতিক মহলে শোনা যাচ্ছিল, এবার বোধহয় রাজীব ব্যানার্জি আবার গেরুয়া শিবিরের দিকেই ফিরতে চলেছেন।

কিন্তু সমস্ত জল্পনাকে নস্যাৎ করে দিয়ে দেখা গেল আজকে বিজেপির হেস্টিংসের বৈঠকের রাজীব ব্যানার্জি উপস্থিত হলেন না। শোনা যাচ্ছিল, রাজীব ব্যানার্জি প্রত্যক্ষভাবে উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি থাকবেন। সেই অনুযায়ী জানা গেছে, তাঁর মোবাইলেও লিঙ্ক পাঠানো হয়েছিল। কিন্তু তাও তিনি এই বৈঠকে যোগ দেননি। এবং রাজীব ব্যানার্জির অনুপস্থিতি কার্যত গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তির মুখে দাঁড় করিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তা সত্বেও তিনি কেন যোগ দেননি, তা জানা সম্ভব নয়।

অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাননি। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। দীর্ঘদিন ধরেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব তথাগত রায়। আবারো তিনি রাজীব ব্যানার্জীর অনুপস্থিতি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ভোটের আগে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন তাঁদের কোনো যোগ্যতা বিচার করা হয়নি। যেহেতু তৃণমূলে ফেরার সুযোগ আর থাকছে না তাঁদের কাছে তাই তাঁরা নিষ্ক্রিয় হয়ে রয়েছেন দলে। বলাইবাহুল্য তথাগত রায়ের ইঙ্গিত রাজীবের দিকেই রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে নাম করে রাজীব ব্যানার্জির বিরোধিতা করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় যদি বিজেপিতে ফেরেন তাহলে তিনি সমর্থন করবেন না। কারণ রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফেরার জন্য উন্মুখ ছিলেন এতদিন। এখন তিনি যদি বিজেপিতে ফিরতে চান, তাহলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। প্রসঙ্গত নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে কখনো দেখা গিয়েছে হেভিওয়েট তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করতে, আবার কখনো দেখা গিয়েছে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে।

যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতারা উভয়েই একে সৌজন্য সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করেছেন। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফেরত যেতে চাইলেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এ ব্যাপারে চূড়ান্ত আপত্তি রয়েছে। অতএব রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গেরুয়া শিবিরে নিষ্ক্রিয় অবস্থান গ্রহণ করছেন বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। আপাতত রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দল কি সিদ্ধান্ত নেয়, সে দিকে কড়া নজর থাকবে ওয়াকিবহাল মহলের। অন্যদিকে জানা গেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আজকের বৈঠকে উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয় এবং লকেট চট্টোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!