এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “যেভাবে নির্বাচন হচ্ছে, তাতে তৃণমূলের বিকল্প নেই” ফল প্রকাশের আগেই বড় দাবি মমতার!

“যেভাবে নির্বাচন হচ্ছে, তাতে তৃণমূলের বিকল্প নেই” ফল প্রকাশের আগেই বড় দাবি মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জল্পনা-কল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই ছয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আরও দুই দফার নির্বাচন। আর তারপরেই আগামী 2 মে ভোটবাক্স খোলার দিকে তাকিয়ে রয়েছেন সকলে। এবার পরিবর্তন হবে, নাকি থাকবে তৃণমূল কংগ্রেসের সরকার, সেটাই যেন এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার আড্ডা, সকলের কাছেই এখন প্রধান চর্চার বিষয়, রাজ্যের ক্ষমতা কারা দখল করছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে প্রচার করতে এসে দাবি করে গিয়েছেন, এবার রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করছে। তবে 10 বছর ধরে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস অবশ্য আত্মবিশ্বাসী, এবারেও মানুষ তাদের ওপর ভরসা রাখবে।

তবে রাজ্যে এবার পরিবর্তন একপ্রকার নিশ্চিত বলে যখন বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তখন তৃণমূলের অনেকের মধ্যেই তৈরি হয়েছে সংশয়। আর এই পরিস্থিতিতে লড়াই যখন হাড্ডাহাড্ডি, ঠিক তখনই অষ্টম দফার নির্বাচনের আগে মুর্শিদাবাদের ভার্চুয়ালি প্রচার থেকে রাজ্যে তৃণমূলই থাকবে বলে কার্যত আত্মপ্রত্যয়ী মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ মুর্শিদাবাদের বহরমপুর থেকে একটি ভার্চুয়ালি প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভোটের পর কিন্তু আমরাই থাকব। যেভাবে নির্বাচন হচ্ছে, তাতে তৃণমূলের বিকল্প নেই। তৃণমূলই থাকবে।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, রাজ্যে এবার তৃণমূল সরকার আসতে চলেছে। এক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, তারা যে কোনোমতেই সরকার গঠনের সুযোগ পাবে না, তা বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কেন্দ্র করে এখন নানা চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

একাংশ বলতে শুরু করেছেন, যেভাবে ছয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে, তাতে বিজেপি অত্যন্ত উজ্জীবিত। দিলীপ ঘোষ থেকে শুরু করে বিজেপির অন্যান্য নেতারা কার্যত নিশ্চিতভাবে দাবি করছেন, তারা সংখ্যাগরিষ্ঠতা দখল করছেন। পরবর্তী দুই দফায় তারা আরও ভালো ফলাফল করবেন। আর এই পরিস্থিতিতে অষ্টম দফার নির্বাচনের প্রচার করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে বিকল্পের কথা তুলে ধরে রাজ্যে তৃণমূলের সরকার আসছে বলে দাবি করে বসলেন।

অর্থাৎ তৃণমূল নেত্রী দুই দফার নির্বাচনে যাতে ভালো ফলাফল করা যায়, তার জন্য কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতেই এই কথা বললেন বলে দাবি করছেন একাংশ। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সপ্তম দফার নির্বাচনের আগে এই আত্মপ্রত্যয়ী মন্তব্য কতটা বাস্তব, তা ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!