এখন পড়ছেন
হোম > জাতীয় > যথেষ্ট চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না শ্রমিক-কর্মচারীরা! হাসপাতাল নিয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের

যথেষ্ট চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না শ্রমিক-কর্মচারীরা! হাসপাতাল নিয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিভিন্ন রাজ্যের পরিচালনায় চলছে ইএসআই হাসপাতালগুলি। এবার সেই ইএসআই হাসপাতাল নিয়ে ব্যাপক অভিযোগ উঠল। দীর্ঘদিন ধরেই শ্রমিক-কর্মচারীরা ইএসআই হাসপাতাল নিয়ে ভুরিভুরি অভিযোগ করছে। জানা যাচ্ছে, সঠিক চিকিৎসা পরিষেবা এখন আর ইএসআই হাসপাতালে মেলে না। আর এত অভিযোগ পেয়ে এবার বিরক্ত হয়ে কেন্দ্রীয় সরকার কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে ইএসআই হাসপাতাল পরিচালনা নিয়ে। ইএসআই হাসপাতাল সংক্রান্ত ব্যাপক অভিযোগ এর দিকে নজর রেখে এবার ইএসআই নিগম ঠিক করেছে আপাতত আর কোন নতুন হাসপাতাল পরিচালনার ভার কোন রাজ্যের হাতে ছাড়া হবে না।

আগামী এক বছরের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যের প্রায় 26 টি হাসপাতাল তৈরি হতে চলেছে। এর প্রত্যেকটির ক্ষেত্রে নতুন নিয়ম বলবৎ হতে চলেছে বলে জানা যাচ্ছে। পরবর্তীতেও ইএসআই হাসপাতালের কার্যভার নিগমের হাতেই থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে নিগমের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে। ইএসআই কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে স্বীকৃতি দিলেও রাজনৈতিক দিক থেকে কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক হবে বলে মনে করছেন নিগমের আধিকারিকরা। শ্রমমন্ত্রক সূত্রে খবর, বর্তমানে সারা দেশে 110 টি ইএসআই হাসপাতাল রয়েছে, যেগুলি পরিচালনার ভার দেওয়া আছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে। পাশাপাশি শ্রমিকদের চিকিৎসা সংক্রান্ত বছরে তিন হাজার টাকা রাজ্যকে দেয় নিগম।

তাছাড়াও হাসপাতালের বিল্ডিং সহ যাবতীয় পরিকাঠামোভিত্তিক খরচও ইএসআই নিগম কর্তৃপক্ষ বহন করে বলে জানা যায়। দেশজুড়ে 110 টি ইএসআই হাসপাতাল ছাড়াও আরো 49 টি আধুনিক মানের হাসপাতাল পরিচালনা করে সরাসরি ইএসআই কর্তৃপক্ষ। ইএসআই হাসপাতাল ছাড়াও রাজ্যগুলির হাতে এই মুহূর্তে 1453 টি ডিসপেনসারি রয়েছে। এর বাইরেও আবার ইএসআই নিগম পরিচালনা করে 47 টি ডিসপেন্সারি। বেশিরভাগ রাজ্যের ট্রেড ইউনিয়নগুলি দীর্ঘদিন ধরেই অভিযোগ জানাচ্ছে, রাজ্যগুলির আওতায় যেসব ইএসআই হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসার মান অত্যান্ত নিম্নমুখী। এই নিয়ে দফায় দফায় বৈঠক করলেও সমাধানসূত্র বের হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই শেষ অবধি ইএসআই কর্তৃপক্ষ নিজেদের হাতে দায়িত্ব ফিরিয়ে নেবে বলে ঠিক করেছে। সূত্রের খবর, গত 26 তারিখ ইএসআই স্ট্যান্ডিং কমিটির বৈঠক হয় এবং সেই বৈঠকে নির্মীয়মান হাসপাতালগুলিতে এবার থেকে চিকিৎসাব্যবস্থা পরিচালনার ভার রাজ্যের হাতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত জানা যাচ্ছে, স্ট্যান্ডিং কমিটিও ইএসআই হাসপাতালগুলি নিয়ে রাজ্যের ভূমিকায় চূড়ান্ত বিরক্ত। পাশাপাশি স্ট্যান্ডিং কমিটি জানতে চেয়েছে বিভিন্ন রাজ্য সরকার পরিচালিত 110 টি হাসপাতালের দায়িত্ব সরাসরি ইএসআই নিগম কেন নেবে না। এ প্রসঙ্গে স্ট্যান্ডিং কমিটির সচিব অপূর্ব চন্দ্রসহ মন্ত্রকের আধিকারিকরা কমিটির সদস্য সাংসদদের জানিয়েছেন, চিকিৎসা সংক্রান্ত যাবতীয় অর্থ ইএসআই নিগম প্রত্যেক বছর বহন করে।

তাই সে ক্ষেত্রে অতিরিক্ত চাপের কোন প্রশ্ন নেই। আগামী দিনে ইএসআই সংক্রান্ত নীতি বদলের ব্যাপারে সংসদীয় কমিটি দুই সপ্তাহের মধ্যে মন্ত্রকের রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দিয়েছে বলে খবর। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে আগামী বছরের মধ্যে 26 টি হাসপাতাল তৈরির দিকে বেশ কয়েক ধাপ এগিয়ে গেছে। এরমধ্যে বাংলায় শিলিগুড়ি, হলদিয়া ও শ্যামনগর- এই তিনটি জায়গায় হাসপাতাল তৈরি হচ্ছে। এছাড়াও রাজ্যজুড়ে আরো 13 টি হাসপাতাল আছে ইএসআইয়ের। এই অবস্থায় কেন্দ্র নতুন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা নিয়ে কিন্তু আগামী দিনে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হতে পারে বলে নিশ্চিত রাজনৈতিক মহল।

পাশাপাশি মন্ত্রকের অনেকেই কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রসঙ্গ নিয়েও ভবিষ্যতে বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করছেন। অন্যদিকে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অন্তরায় হয়ে দাঁড়াবে। বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছে, রাজ্যের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়াই কেন্দ্রের একমাত্র লক্ষ্য। সেক্ষেত্রে রাজ্যগুলির হাত থেকে ইএসআই হাসপাতালের দায়িত্বভার ফিরিয়ে নেওয়া যে নতুন বিতর্কের সৃষ্টি করবে, সে কথা বলাই বাহুল্য। অন্যদিকে কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে স্বাস্থ্য নিয়ে রাজ্যের অবহেলাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, এই সিদ্ধান্তের ক্ষেত্রে এ কথা স্পষ্ট।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!