এখন পড়ছেন
হোম > রাজ্য > যত দোষ, নন্দ ঘোষ! এগড়ার বিস্ফোরণেও দায় আদালতের? ভয়ঙ্কর কথা বললেন মমতা!

যত দোষ, নন্দ ঘোষ! এগড়ার বিস্ফোরণেও দায় আদালতের? ভয়ঙ্কর কথা বললেন মমতা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিয়োগ দুর্নীতির একাধিক রায়ে যখন চাপে রাজ্য সরকার, তখন মাঝেমধ্যেই পরোক্ষভাবে বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলতে দেখা গিয়েছে তৃণমূলের একাধিক নেতাদের। আর আদালতের রায় নিয়ে তৃণমূলের নেতাদের এই বক্তব্য নানা মহলে প্রশ্ন তুলে দিয়েছে। তবে এবার এগরার বিস্ফোরণের ঘটনায় যখন টালমাটাল রাজ্য, যখন রাজ্য সরকারের পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠছে, ঠিক তখনই কি আদালতের দিকেই আঙ্গুল তুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! যেখানে এগড়ার বেআইনি বাজি কারখানায় যে বিস্ফোরণ হয়েছে এবং তাতে যে প্রচুর মানুষ মারা গিয়েছে, সেই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে।

আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে 2022 সালের 19 অক্টোবর এই কারখানার মালিককে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তিনি আদালত থেকে জামিন পেয়ে গিয়েছেন বলে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তার কিছু করার নেই বলেও জানিয়ে দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। আর বর্তমান পরিস্থিতিতে যখন সকলে এই বিস্ফোরণ নিয়ে রাজ্য সরকারের পুলিশের দিকে আঙ্গুল তুলছে, তখন মুখ্যমন্ত্রী কি ঘুরিয়ে গোটা বিষয়টি নিয়ে ভালো থাকার জন্য সুকৌশলে আদালতের পক্ষ থেকে জামিন পাওয়ার বিষয়টি উল্লেখ করে বিচারব্যবস্থার দিকেই প্রশ্ন তুলে দিলেন, তা নিয়ে প্রবল কটাক্ষ করছে বিরোধীরা।

 

প্রসঙ্গত, এদিন এগরাতে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। যেখানে প্রচুর মানুষ মারা গিয়েছেন। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে, কেন পুলিশ এই বেআইনি বাজি কারখানায় অনুমতি দিয়েছে! তবে গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এই কারখানার যিনি মালিক, তাকে গ্রেফতার করেছিলাম। কোর্টে ফরোয়ার্ড করা হয়েছিল। কিন্তু তিনি কোর্ট থেকে জামিন পেয়ে গিয়েছেন। ফলে এক্ষেত্রে আমরা কি করতে পারি! আমাদের তো কিছু করার নেই।” আর প্রশাসনিক প্রধানের মুখ থেকে এই কথা শোনার পর বিরোধীদের তরফ থেকে তোলা হচ্ছে প্রশ্ন।

 

বিরোধীদের বক্তব্য, এত বড় বিস্ফোরণে প্রচুর মানুষের প্রাণ যাওয়ার পরেও সহানুভূতি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। বরঞ্চ তিনি অভিযুক্তের জামিন পাওয়া নিয়ে প্রশ্ন তুলে আদালতের ভূমিকা নিয়েই ঘুরিয়ে প্রশ্ন তুলে দিলেন। যা দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছুই নয়। বিশেষজ্ঞদের মতে, এগরার এই ঘটনায় যথেষ্ট চাপে পড়ে গিয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন। প্রমাণ হয়ে গিয়েছে, বেআইনি অস্ত্র মজুত থেকে শুরু করে বোমা বিস্ফোরণের আতুড় ঘর হয়ে গিয়েছে রাজ্য। অন্তত তেমনটাই বলছে বিরোধীরা। তবে অভিযুক্ত কবে আদালত থেকে জামিন পেয়েছেন, সেটা পরের বিষয়। কিন্তু রাজ্য সরকারের পুলিশের চোখের সামনে এত বড় বেআইনি কার্যকলাপ হচ্ছে, অথচ সরকার কেন তাকে দমন করতে পদক্ষেপ গ্রহণ করেনি! সেই প্রশ্নই তুলতে শুরু করেছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!