এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > যৌন নিগ্রহের মামলায় দোষীদের শাস্তি প্রসঙ্গে নয়া পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান, প্রশংসা সর্বত্র!

যৌন নিগ্রহের মামলায় দোষীদের শাস্তি প্রসঙ্গে নয়া পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান, প্রশংসা সর্বত্র!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে নারী নিগ্রহের ঘটনা। সারা বিশ্বের কোন জায়গাতেই আজ নারীদের নিরাপত্তা নেই বলেই মনে করা হচ্ছে। তবে একথা সবাই এককথায় মেনে নেয় যে কট্টর মুসলিম প্রধান দেশগুলিতে নারীদের দুর্দশা যথেষ্টই বেশি অন্যান্য দেশের তুলনায়। কারণ মুসলিম প্রদেশের নারীদেরকে বস্তুসম দেখা হয়। মুসলিম নিয়ম কানুনের বিরুদ্ধে বিভিন্ন সময় আওয়াজ তুলেও দেখা গেছে নারীদের ওপর গুলিবর্ষণ করতেও হাত কাঁপে না সেদেশের মাথাদের। শুধু গুলিবর্ষণই বা কেন, নারীদেরকে বাগে আনতে সবার প্রথম নেমে আসে ধর্ষণের খাঁড়া। তবে এবার এ ধরনের নিয়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বিশ্বের মধ্যে বহুল সমালোচিত দেশ পাকিস্তান।

সম্প্রতি পাকিস্তানে বিভিন্ন মহলে ধর্ষণের বিরুদ্ধে আরও কড়া আইনের দাবি উঠেছিল। প্রসঙ্গত, 2018 সালের জানুয়ারি মাসে লাহোরে এক 7 বছরের বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। এরপরে পরেই লাহোরের আরো একজন তরুণী গণধর্ষিতা হন। খুব স্বাভাবিকভাবেই এই দুটি ঘটনায় পাকিস্তানে শুরু হয় তীব্র জনরোষ। সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি সংগঠন জানায়,পাকিস্তানের প্রতি দু’ঘণ্টায় একজন মহিলা ধর্ষিত হন। প্রতি ঘন্টায় একজন মহিলা গণধর্ষিতা হন। উইমেন্স অ্যাকশন গ্রুপের প্রতিষ্ঠাতা আসমা জাহাঙ্গীর ইতিমধ্যেই জানিয়েছেন, পাকিস্তানের বিভিন্ন জেলায় যেসব মহিলারা বন্দী হয়ে রয়েছেন তারা প্রত্যেকেই প্রায় যৌন নিগ্রহের শিকার হয়েছেন ও হচ্ছেন।

এসবের পরিপ্রেক্ষিতেই সম্প্রতি পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান সংসদে জানান, সেদেশের যৌননিগ্রহ বন্ধ করার জন্য সরকার পক্ষ থেকে তিনটি আইন আনা হবে। যাতে দ্রুত ধর্ষণকারীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় এবং পুলিশের তৎপরতা বাড়ানো যায়। সেই অনুযায়ী এবার জানা গিয়েছে, পাকিস্তানে যদি কেউ যৌননিগ্রহের মামলায় ধরা পড়ে তাহলে সাথে সাথেই তাঁর ওপর প্রয়োগ করা হবে কেমিকাল ক্যাস্ট্রেশন। কেমিকাল ক্যাস্ট্রেশন হল যৌন নিগ্রহে অভিযুক্ত ব্যক্তিকে ইনজেকশনের মাধ্যমে এমন এক বিশেষ ধরনের রাসায়নিক দেওয়া হবে, যাতে সেই পুরুষ বা ধর্ষণকারী পুরুষত্ব হারিয়ে ফেলবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মঙ্গলবার পাকিস্তানের সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। সম্প্রতি পাকিস্তানের আইনমন্ত্রী ও মন্ত্রিসভায় নারীনিগ্রহ বন্ধ করার জন্য একটি খসড়া অর্ডিন্যান্স পেশ করে। আর তাতেই এই কেমিক্যাল ইনজেকশনের কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী ইমরান খান ইতিমধ্যেই এই প্রস্তাব অনুমোদন করেছেন বলে খবর। পাকিস্তান সংবাদমাধ্যম জানিয়েছে, এবার থেকে পুলিশে আরও বেশি সংখ্যক নারী নিয়োগ করা হবে। পাশাপাশি ধর্ষণের মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করা হবে। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে বদ্ধপরিকর ইমরান খান সরকার বলে জানিয়েছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাশাপাশি ইমরান আরও জানান, ধর্ষণের বিরুদ্ধে নতুন যে আইন হবে তাতে কোনো রকম অস্বচ্ছতা থাকবে না। ধর্ষণকান্ডে ধরা পড়লে ধর্ষকের উপযুক্ত কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। ধর্ষিতারা থানায় অভিযোগ জানাতে এলে অবশ্যই তাঁদের পরিচয় গোপন রাখা হবে। অন্যদিকে জানা গেছে, ইতিমধ্যেই পাকিস্তান প্রশাসনের বেশ কয়েকজন মন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন, ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার জন্য। কিন্তু ইমরান খান পাশাপাশি জানিয়েছেন, প্রথমেই ধর্ষণকারীদের কেমিক্যাল ইনজেকশনের শাস্তি দেওয়া হবে এবং তারপর আরও কঠোর শাস্তি তাদের জন্য অপেক্ষা করবে।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, বিশ্বের কাছে পাকিস্তান অন্যতম নারী নিগ্রহের দেশ বলেই পরিচিত। তাই এবার বিশ্বের কাছে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করার উদ্দেশ্যে পাকিস্তান নারী নিগ্রহের ব্যাপারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। পাশাপাশি ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে এবার কেমিক্যাল কাস্ট্রেশনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে, যা যথেষ্ট উল্লেখযোগ্য ও প্রশংসনীয় বলে বাখ্যা করছেন সমালোচকরা। আপাতত দেখার, পাকিস্তান প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ সে দেশে নারীদের উপযুক্ত সন্মান ফিরিয়ে দিতে পারে কিনা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!