Site icon প্রিয় বন্ধু মিডিয়া

২৬ এ পাখির চোখ বাংলা, কলকাতায় ব্লু প্রিন্ট তৈরিতে হাইপ্রোফাইল বৈঠক বিজেপির!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এতদিন বঙ্গের বিজেপি নেতা কর্মীদের মধ্যে একটা প্রশ্ন ঘোরাফেরা করছিল যে, তারা প্রাণপাত করে লড়াই করছেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব আদৌ চাইছে তো যে, বাংলায় পরিবর্তন হোক! যেভাবে বাংলায় অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কেন্দ্রের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল, কেন তা করা হচ্ছে না? কেন রাঘব বোয়াল, যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদেরকে গ্রেফতার করছে না কেন্দ্রীয় এজেন্সি? এইরকম অনেক অভাব, অভিযোগ বিজেপির পশ্চিমবঙ্গের নেতা কর্মীদের মধ্যে রয়েছে। তবে যত দিন যাচ্ছে, ততই এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। হাতে আর কয়েক মাস বাকি। তাই তার আগে ঘর গোছাতে হবে বিজেপিকে। আর এবার যদি বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে না পারে, তাহলে অদূর ভবিষ্যতেও তাদের পক্ষে যে আর ক্ষমতা দখল করা সম্ভব হবে না, তা দলের সিংহভাগ নেতা কর্মীরাই জানেন। তাই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।

ইতিমধ্যেই গতকালই কলকাতায় এসে পৌঁছেছেন বিজেপির এই রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। আজ সকালেই রাজ্যে এসেছেন সহ পর্যবেক্ষক তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আর তাদের উপস্থিতিতেই বিজেপির রাজ্য দপ্তরে শুরু হয়েছে হাইপ্রোফাইল বৈঠক। যেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যে বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্যদের উপস্থিত থাকার কথা।

বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই প্রশ্নের মুখে। সম্প্রতি উত্তরবঙ্গে যেভাবে রক্তাক্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং আক্রান্ত হয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তাতে বিজেপির যে কায়দায় আরও লড়াই আন্দোলন করা উচিত ছিল, তা হয়নি বলেই অনেকের মধ্যে অভাব, অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে তৃণমূলকে পাল্টা জবাব দেওয়ার মত কোনো কৌশল আজকের বৈঠক থেকে গ্রহণ করা হয় কিনা, তার দিকে অবশ্যই সকলের নজর থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে প্রস্তুতি শুরু হয়েছে, সেই ব্যাপারে বিজেপির কি পদক্ষেপ হবে, তারা কিভাবে নিজেদের প্রস্তুতি শুরু করবে, তা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বাংলা দখল যে বিজেপির চোখ এবং সেই কারণেই যে এই হাইপ্রোফাইল বৈঠক, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version