প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে সব দিক থেকেই প্রচারের ক্ষেত্রে কোনো খামতি রাখতে চাইছে না শাসক থেকে শুরু করে বিরোধী। ইতিমধ্যেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে। পাশাপাশি এসআইআর হলে তৃণমূল দলকে আর খুঁজে পাওয়া যাবে না বলে দাবি করছে বিরোধীরা। আর তার মধ্যেই গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার ডিজিটাল যোদ্ধা নামে একটি নতুন কর্মসূচি চালু করেছেন। যেখানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে দিয়ে বিজেপির বাংলা বিরোধী প্রচারের জবাব দেওয়া হবে বলে বুঝিয়ে দিয়েছেন তিনি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নয়া কর্মসূচি নিয়েই পাল্টা খোঁচা দিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ।
প্রসঙ্গত, ইতিমধ্যেই এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বাংলা বিরোধী বলে প্রচার করতে শুরু করেছে। এমনকি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে দিয়েও যাতে বিজেপির বিরুদ্ধে প্রচার করা যায়, তার জন্য গতকাল একটি নয়া কর্মসূচি এনেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই কর্মসূচি নিয়েই যখন নানা মহলে চর্চা চলছে, ঠিক তখনই কটাক্ষ আসছে বিরোধীদের পক্ষ থেকে। আর এবার সেই বিষয়ে মুখ খুলে পাল্টা ডিজিটাল তোলাবাজ বলে গর্জে উঠলেন ব্যারাকপুরে প্রাক্তন বিজেপি সাংসদ।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ডিজিটাল যোদ্ধা কর্মসূচি নিয়ে অর্জুন সিংহকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “অভিষেক ব্যানার্জি ডিজিটাল যোদ্ধা মানে ডিজিটাল তোলাবাজির ফর্মুলা এনেছেন। এমনিতেই তো তোলাবাজরা রয়েছে, জেলা সভাপতিরা রয়েছে। আর এবার ডিজিটালি তোলাবাজি করে ওর কাছে পৌঁছতে হবে। এই জন্য এই খেলাটা খেলেছেন। যেটা প্রশান্ত কিশোর বিহারে করেছে।”