Site icon প্রিয় বন্ধু মিডিয়া

২৬ এর আগেই নতুন দল গড়ছেন তৃণমূল বিধায়ক? স্বাগত জানিয়ে যা বলে ফেললেন সুকান্ত!

 

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাজ্য রাজনীতিতে এর আগেও একাধিকবার দল পরিবর্তন করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি তৃণমূলের বিধায়ক হলেও দলের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে মাঝেমধ্যেই প্রকাশ্যেই সোচ্চার হয়েছেন হুমায়ুন কবীর। সাম্প্রতিককালে জেলা নেতৃত্বের বিরুদ্ধে তার মন্তব্য সামনে এসেছে। তবে এবার রীতিমত সময়সীমা বেঁধে দিয়ে নিজেই দল গঠন করার কথা জানিয়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তবে অনেকের মধ্যেই সংশয় রয়েছে যে, এর আগেও অনেক ডেডলাইন তিনি দিয়েছেন। কিন্তু দিনের শেষে আবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে সুর নরম করেছেন।‌ ফলে এবারেও সেরকম কিছু হবে না তো? ২৬ এর আগে একটা নতুন নাটক তৈরি করার চেষ্টা করছে না তো তৃণমূল কংগ্রেস? তবে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর যেভাবে নতুন দল গঠন করে আগামী নির্বাচনে লড়াই করার কথা জানিয়ে দিয়েছেন, এবার সেই বিষয় নিয়েই পাল্টা মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, বর্তমানে দলের জেলার নেতৃত্বের বিরুদ্ধে ক্রমাগত সোচ্চার হচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এতদিন তার আক্রমণাত্মক মন্তব্যের ফলে একটাই প্রশ্ন উঠেছিল যে, তিনি কি দল পরিবর্তন করবেন? তবে গতকাল সেই তৃণমূল বিধায়ক পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে, তিনি এবার নতুন দল গঠন করতে চলেছেন। প্রয়োজনে বাম, কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে সিট শেয়ার করেও নির্বাচনে লড়াই করার কথা জানিয়ে দিয়েছেন তিনি। আর এসবের মধ্যেই সেই তৃণমূল বিধায়কের পরবর্তী পদক্ষেপ নিয়ে মন্তব্য করতে গিয়ে বেশ কিছু কথা বলে ফেললেন সুকান্ত মজুমদার।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে হুমায়ুন কবীরের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “উনি কি করবেন, করতে দিন। ফাঁকা কলসি বাজে বেশি। হুমায়ুন সাহেব খুব বাজছেন। যদি ওনার দল করার ক্ষমতা থাকে, যদি ওনার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা থাকে, আমরা তাকে স্বাগত জানাব। আলাদা দল করে লড়াই করুন। কোনো অসুবিধে নেই। আপনার প্রতি শুভেচ্ছা রইলো।”

Exit mobile version