Site icon প্রিয় বন্ধু মিডিয়া

২৬ এর লক্ষ্যে আজ থেকেই প্রস্তুতি শুরু বিজেপির! মেগা বৈঠক ঘিরে প্রত্যাশা তুঙ্গে!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চায়। তারা বিজেপিকে ক্ষমতায় আনার জন্য তৈরি। কিন্তু বিজেপি কি চায় বাংলায় ক্ষমতায় আসতে? এই প্রশ্ন অনেকের মধ্যেই রয়েছে। কেননা বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কিছু লিগাসি মনোভাব বিভিন্ন মহলে প্রশ্ন তুলে দিয়েছে। তবে সাম্প্রতিককালে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বারবার করে বাংলায় সফর করা এবং বঙ্গ বিজেপির নেতাদের অলআউট তৃণমূলের বিরুদ্ধে আক্রমণে নামাতেই পরিষ্কার যে, বাংলা নিয়ে এবার সিরিয়াস হয়েছে বিজেপি। ইতিমধ্যেই নতুন রাজ্য সভাপতি পেয়েছে বঙ্গ বিজেপি। আর এবার সেই রাজ্য কমিটি নিয়ে শুরু হতে চলেছে বৈঠক। আর সেই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছেন বিজেপির বহু নেতাকর্মী।

প্রসঙ্গত, বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য হলেও তার টিমে কে কে থাকবেন, তা নিয়ে এখন কাটাছেঁড়া বিশ্লেষণ চলছে বিভিন্ন মহলে। বিজেপির নেতাকর্মীরাও বলছেন যে, বিধানসভা নির্বাচন যেহেতু এগিয়ে আসছে, তাই দ্রুত কমিটি গঠনের প্রক্রিয়া সেরে ফেলা উচিত। আর সেই লক্ষ্যেই আজ থেকে ম্যারাথন বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপি। যেখানে আজ থেকে শুরু হওয়া রাজ্য কমিটি গঠনের ক্ষেত্রে যে বৈঠক, সেই বৈঠক আগামী ৪ তারিখ পর্যন্ত চলবে বলেই খবর।

গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের দাবি, বিজেপির লক্ষ্য স্থির। তারা এবার পশ্চিমবঙ্গের পরিবর্তন আনবেই। পশ্চিমবঙ্গের মানুষ বিকল্পের সন্ধানে রয়েছে। আর বাংলার মানুষের কাছে একমাত্র বিকল্পের নাম ভারতীয় জনতা পার্টি। কমিটি তৈরি করতে হয়, তাই একটা কমিটি তৈরির জন্য বৈঠক হচ্ছে। কিন্তু বিজেপির সর্বস্তরের নেতা কর্মীর একমাত্র প্রধান লক্ষ্য, তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো। তাই কমিটিতে যারাই জায়গা পান না কেন, সর্বস্তরের নেতা কর্মীদের সাথে নিয়েই বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে।

বিশেষজ্ঞদের মতে, এখন বিজেপিকে আর পেছন ফিরে তাকালে চলবে না। কমিটিতে যে জায়গা পেল এবং কে জায়গা পেল না, তা নিয়ে দলের মধ্যে কারও অভিমান তৈরি হবে, আর সেই অভিমান মেটানোর মত সময় এখন বিজেপি নেতৃত্বের কাছে নেই। কারণ একটা দিনও নষ্ট করলে তারা পিছিয়ে পড়বে। যেভাবে ক্রমাগত পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত শক্তিকে কাজে লাগাচ্ছে, তাতে বিজেপিকে পাল্টা রাজনৈতিক আন্দোলন এবং রণকৌশলের মধ্যে দিয়েই তৃণমূল বিদায়ের পথ নিশ্চিত করতে হবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কমিটি গঠনের প্রক্রিয়া দ্রুত সেরে নিয়ে নিজেদের মান, অভিমানকে আপাতত সরিয়ে রেখে ক্ষমতায় আসার লক্ষ্যেই এগোনো উচিত ভারতীয় জনতা পার্টির। তাই বিজেপি যদি সেই কাজ করতে পারে, তাহলে ভালো। আর যদি তারা এই কমিটি গঠন নিয়েও নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, তাহলে ২০২৬ কেন, আগামী দিনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার সাধ আর পূরণ হবে না গেরুয়া শিবিরের বলেই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Exit mobile version