Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“২৬ এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন” নবদ্বীপে বিজেপি কর্মী খুনের পরেই শাসকের অনিবার্য পতনের স্লোগান শমীকের!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে এখনও ২৬ এর নির্বাচনের বেশ কিছুটা সময় দেরি আছে। কিন্তু তার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে হিংসার রাজনীতি। যেখানে নবদ্বীপে এক বিজেপি কর্মীকে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যে ঘটনা নিয়ে রীতিমত রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। তবে এই ব্যাপারে বিজেপির প্রতিক্রিয়া কি, তা জানতে প্রশ্ন করা হয়েছিল রাজ্য সভাপতিকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি রাজ্যে লাগাতার যেভাবে তৃণমূল হিংসার ঘটনা ঘটিয়ে চলেছে, সেই ব্যাপারে যেমন শাসককে আক্রমণ করলেন, ঠিক তেমনই ২৬ এর নির্বাচনে তৃণমূলের পতন অনিবার্য বলেও স্লোগান দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

ইতিমধ্যেই গোটা রাজ্যবাসী জেনে গিয়েছেন যে, নবদ্বীপে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। যেখানে বিশ্বকর্মা পুজোর দিন রাত্রিবেলা তাকে তার বাড়িতে ঢুকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে হাসপাতাল নিয়ে গেলে অবশেষে প্রাণ হারান তিনি। আর সেই ঘটনার পরেই রাজ্যের শাসক দলের দিকে অভিযোগের আঙুল উঠেছে পরিবারের পক্ষ থেকে বিস্ফোরক দাবি করা হয়েছে। তবে বিজেপি কর্মীদের এইভাবে প্রাণে মেরে ফেলে বিজেপির পতাকাকে নামিয়ে দেওয়া যাবে না বলেই জানিয়ে দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

এদিন নবদ্বীপের বিজেপি কর্মী খুনের ঘটনা নিয়ে শমীকবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস যত নির্বাচন আসবে ততই বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করবে। ২০২১ এর ২ মের পরে ২৭ দিনের মধ্যে ৫৬ জন বিজেপি কর্মী খুন হয়ে গিয়েছেন। হাজার হাজার মানুষকে ঘরছাড়া করেছে। কিন্তু বিজেপির পতাকাকে কি নামিয়ে দিতে পেরেছে? পঞ্চায়েতে এত বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়েও আমরা ১১ হাজারের মত আসনে জয়লাভ করেছি। মানুষ আমাদের সঙ্গে আছে। আর এবারের নির্বাচন তৃণমূলের জন্য মসৃণ নয়। ২৬ এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। অনিবার্য।”

Exit mobile version