Site icon প্রিয় বন্ধু মিডিয়া

৫০ হাজারের বিনিময়ে প্রশ্ন বিক্রি? শুভেন্দুর অভিযোগের পরেই আসরে নামলো এসএসসি!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে রাজ্যে আগামীকাল এসএসসির নবম, দশম শ্রেণীর পরীক্ষা রয়েছে। যোগ্যরা দাবি করছেন, তারা কোনোমতেই পরীক্ষা দেবেন না। তবে শেষ পর্যন্ত যে তাদের পরীক্ষায় বসতেই হচ্ছে, তা একপ্রকার নিশ্চিত। তবে সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা এসএসসির পরীক্ষার আগেই একটি বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। তিনি দাবি করেছেন যে, ৫০ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। এমনকি তার কাছে অডিও টেপ রয়েছে বলেও দাবি করেছেন তিনি। স্বাভাবিকভাবেই যারা পরীক্ষায় বসবেন, তার আগে শুভেন্দু অধিকারীর এই কথা শুনে তারা রীতিমত হতাশার মুখে পড়ে গিয়েছিলেন। সকলের মধ্যে একটাই প্রশ্ন তৈরি হয়েছিল যে, তাহলে পরীক্ষায় বসে হবেটা কি? শেষ পর্যন্ত সেই দুর্নীতিই তো হচ্ছে!

এদিকে পরীক্ষার্থীরা যখন শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পর কিছুটা হতাশার মধ্যে রয়েছেন, তাদের মধ্যেও যখন এই বিষয় নিয়ে চর্চা চলছে, ঠিক তখনই আসরে নেমে পড়েছে স্কুল সার্ভিস কমিশন। যেখানে এসএসসির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে সম্পূর্ণরূপে খন্ডন করে দেওয়া হয়েছে। ঠিক কি জানিয়েছে এসএসসি? স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি পরীক্ষার সব প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে। এটা নিয়ে পরীক্ষার্থীদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তবে এসএসসির পক্ষ থেকে এই যুক্তি সামনে আনা হলেও, শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন, তাকেও অনেকে বিশ্বাস করতে শুরু করেছেন। কেননা বিশেষজ্ঞদের একটা অংশ বলছেন যে, এসএসসির পরীক্ষায় যে এর আগে দুর্নীতি হয়েছে, তা তো এসএসসির পক্ষ থেকে পেশ করা অযোগ্যদের তালিকার মধ্যে দিয়েই পরিষ্কার। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে খুব একটা উড়িয়ে দেওয়ার মত মনোভাব অনেকেই দেখাচ্ছেন না। তবে এবারের পরীক্ষায় যদি স্বচ্ছতা থাকে, তাহলে বিশ্বাস ফিরবে রাজ্য এবং এসএসসির প্রতি। তাই পরীক্ষার্থী থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষ, সকলেই চাইছে যে, স্বচ্ছ ভাবেই হোক পরীক্ষা। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে অভিযোগ আনছেন, সেটা যেন মিথ্যা হয়। তাহলে অন্তত পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে বলেই দাবি রাজ্যবাসীর।

Exit mobile version