Site icon প্রিয় বন্ধু মিডিয়া

অভিষেকের কনভয়ের সামনে জয় শ্রীরাম স্লোগান! ব্যাপক মারধর করে বিতর্কে তৃণমূল!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল এবং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী পর্যন্ত রামের নামে ভয় পান। তাই ২০১৯ এর লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কালে তিনি যখন ব্যারাকপুরে গিয়েছিলেন, তখন যেভাবে তাকে লক্ষ্য করে কিছু মানুষ জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন এবং তিনি তখনই তাকে গালাগালি বলে অবহিত করেছিলেন, তা নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে রাজ্য রাজনীতিতে। এমনকি গোটা তৃণমূল দল রাম নামকে ভূতের মত ভয় পায় বলেও কটাক্ষ করেন বিজেপি নেতারা। তবে এখনও কি তৃণমূল সেই রাম নামে এলার্জি পোষন করে? কারণ গতকাল যে ঘটনা ঘটে গেল বারাসাতে, তাতে প্রশ্ন উঠছে যে, কেন রামের নামে এত আপত্তি রাজ্যের শাসক দলের?

বর্তমানে এই রাজ্যে মেরুকরণের ভিত্তিতে নির্বাচন হয় বলে অনেকেই দাবি করেন। এমনকি এটাও অনেকে বলতে শুরু করেছেন যে, তৃণমূল নিজেরাই প্রমাণ করে দিচ্ছে, তারা হিন্দু বিরোধী। কারণ যখনই তারা হিন্দুদের কোনো কর্মসূচি হচ্ছে বা জয় শ্রীরাম স্লোগান হচ্ছে, তখনই তারা এর বিরোধিতা করতে শুরু করেছেন। এমনকি তৃণমূলের মধ্যে কিছু মানুষ যখন হিন্দু ভোট পাওয়ার মরিয়া চেষ্টা করছে, তখনও তাদের এই ধারণা ভাঙ্গেনি। জয় শ্রীরামকে আপন করে বিজেপিকে চাপে না রেখে তারা গতকাল যেভাবে সেই জয় শ্রীরাম শ্লোগান উঠার সাথে সাথেই দুই জন ব্যক্তিকে ব্যাপক মারধর করলো এবং সেই ঘটনায় তৃণমূলের নাম জড়িয়ে পড়লো, তাতে প্রশ্ন উঠছে, এই রাজ্যের শাসকদলের রাম নামের প্রতি এলার্জি নিয়ে। আর সেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরাই।

কি ঘটনা ঘটেছে? গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল বারাসাতে। তবে তার কনভয় যাওয়ার সময় কাছারি ময়দানের সামনে দুই ব্যক্তি তার কনভয়কে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন। আর এটাই তাদের সবথেকে বড় অপরাধ হয়ে গিয়েছে। অভিযোগ, সেই দুই ব্যক্তিকে সাথে সাথেই ধরে তৃণমূলের বেশ কিছু মহিলা কর্মী জয় বাংলা স্লোগান দিয়ে তাদের গালে থাপ্পড় মারেন। এমনকি যারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন, তাদের মারধর করার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে যেতেই বিতর্কে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল। বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল কংগ্রেস কেন বারবার করে এই ভুল করছে, তা তারাই বলতে পারবে। জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে তারা এত আপত্তির সঙ্গে নিচ্ছে কেন? এর ফলে তো তারা নিজেরাই যে জয় শ্রীরামের প্রতি তাদের অ্যালার্জি রয়েছে, তা প্রমাণ করে দিচ্ছে। এমনকি সামনে যখন বিধানসভা ভোট, তখন এইরকম কাণ্ডকারখানা করে তৃণমূল নিজেরাই নিজেদের হিন্দু ভোট না পাওয়ার বিষয়টিকে আরও বেশি করে নিশ্চিত করছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version