Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মিমের সঙ্গে জোট করেই নতুন দল গঠন করতে চলেছেন হুমায়ুন! অবশেষে উদ্দেশ্য স্পষ্ট!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
অবশেষে খোলস ছাড়তে শুরু করলেন হুমায়ুন কবীর। প্রথমে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর তিনি জানিয়ে দিয়েছিলেন যে, তিনি নতুন দল গঠন করতে চলেছেন। তবে সেই দলে কারা কারা শরিক হচ্ছে, নাকি তিনি অন্য কোনো দলে যোগ দেবেন, তা নিয়ে জল্পনার শেষ ছিল না। বিজেপি দাবি করছে, এটা তৃণমূলের গোপন প্ল্যান। নাটক করে তৃণমূল হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছে। কিন্তু ভেতরে ভেতরে তাদের যথেষ্ট সেটিং রয়েছে। তবে বাবরি মসজিদের শিলান্যাসের দিনেই মঞ্চ থেকে হুমায়ুন কবীর স্পষ্ট করে দিয়েছিলেন যে, তিনি সংখ্যালঘু প্রার্থীদের ৯০ টি আসনে জয়লাভ করানোর জন্য লড়াই করবেন। তবে নতুন দল গঠন করে এই লড়াই কি তার পক্ষে করা সম্ভব হবে? হুমায়ুনবাবু ফাঁকা আওয়াজ দিচ্ছেন না তো? এই নিয়ে রাজনৈতিক মহলে বহু আলোচনা হয়েছে। তবে আজ তিনি কি করতে চলেছেন, সেই সম্পর্কে সমস্ত কিছু স্পষ্ট করে দিলেন ভরতপুরের বিধায়ক।

প্রথমে বাবরি মসজিদের শিলান্যাস করে এই পশ্চিমবঙ্গের মাটিতে উগ্র মৌলবাদের সংস্কৃতি স্থাপন করার চেষ্টা করছেন হুমায়ুনবাবু বলেই দাবি করেছিল বিজেপির ঘনিষ্ঠ মহল। তাদের বক্তব্য ছিল, তৃণমূল হয়ত এখন বিতর্কের মুখে পড়ে হুমায়ুনবাবুকে সাসপেন্ড করেছে। কিন্তু তলায় তলায় তারা তার সঙ্গে যোগাযোগ রেখেছে। তা না হলে পুলিশ প্রোটেকশন দিয়ে এই বাবরি মসজিদের শিলান্যাস হয় কি করে? আসলে হিন্দুদের কাছে ভালো থাকতে এবং মুসলিমদের সমস্ত ভোট যাতে হুমায়ুনবাবুর দিকে যায়, তার একটা গোপন প্ল্যান তৃণমূল করে নিয়েছে জন্যেই তাদের এই সাসপেন্ডের নামে নাটক চলছে। তবে তৃণমূল তাকে সাসপেন্ড করার পর থেকেই হুমায়ুনবাবু জানিয়ে দিয়েছেন, তিনি নতুন দল গঠন করবেন। বিজেপি, কংগ্রেস বা তৃনমূল কংগ্রেসে তিনি যোগদান করবেন না। আর আজ আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন হুমায়ুন কবীর।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আর সেখানেই নতুন দল গঠনের কথা জানিয়ে দেন তিনি। শুধু তাই নয়, তিনি যে আসাদউদ্দিন ওয়েইসির দল মিমের সঙ্গে জোট করতে চলেছেন, সেই কথাও তুলে ধরেন হুমায়ুন কবীর। তিনি বলেন, “আমাকে তো দল করতেই হবে। শুধু বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করেছে তৃণমূল। আগামী ২২ তারিখ আমার নতুন দল হচ্ছে। সেই দল হওয়ার পর আমি রাজ্য সম্মেলন করব মুর্শিদাবাদে। অন্য দলে যোগ দেওয়ার প্রশ্ন নেই। আমি দলের চেয়ারম্যান হবো। ২৯৪ টি আসনের মধ্যে ১৩৫ টি আসনে লড়াই করবো। বাকি আমার সঙ্গে মিমের আসাদউদ্দিন ওয়েইসির কথা হয়েছে। ওর সঙ্গে জোট করব। হায়দ্রাবাদে ডেকেছেন। সময় পেলেই ওখানে যাব। আর মুর্শিদাবাদে যে রাজ্য সম্মেলন হবে, তাতে ওয়েইসি সাহেবকে নিমন্ত্রণ করব‌।”

Exit mobile version