Site icon প্রিয় বন্ধু মিডিয়া

আজ থেকেই ভোটারদের বাড়ি যাবেন বিএলওরা! নিরাপত্তা নিয়ে আতঙ্কের মাঝেই কি বার্তা সুকান্তর?

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ থেকেই পশ্চিমবঙ্গে এসআইআরের প্রাথমিক কাজ শুরু হতে চলেছে। যেখানে বুথ লেভেল অফিসাররা আজ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন। তবে প্রশ্ন একটাই, সেই বুথ লেভেল অফিসাররা আক্রান্ত হবেন না তো? নিরপেক্ষভাবে কাজ করতে গিয়ে শাসকের চাপের কাছে তাদের মাথা নত করতে হবে না তো! এই সংশয় সেই সমস্ত সরকারি আধিকারিকদের মধ্যেও কাজ করছে। তাই অনেকেই নিরপেক্ষভাবে কাজ করতে নামার আগে দুবার চিন্তাভাবনা করছেন। আর এসবের মধ্যেই আজ বিএলওরা বাড়ি বাড়ি যাওয়ার আগেই বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, আজ থেকেই এসআইআরের প্রাথমিক কাজকর্ম শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ সহ দেশের বেশ কিছু রাজ্যে এই এসআইআর হলেও সেখানে তেমন কোনো অশান্তির খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু পশ্চিমবঙ্গে নিরপেক্ষভাবে কাজ করতে যাওয়ার আগে বেশ কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে বুথ লেভেল অফিসারদের। কেননা বাংলায় নিরপেক্ষভাবে কাজ করতে গেলে এই সমস্ত বুথ লেভেল অফিসাররা আক্রান্ত হতে পারেন। শাসকের কথা না শুনলে তাদের ওপর হামলা হতে পারে, এই সমস্ত আশঙ্কা তাদের মনের মধ্যে রয়েছে। তাই বিজেপিও পাল্টা দাবি করছে যে, বুথ লেভেল অফিসার এবং যারা রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন, তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে।

এদিন ভোটারদের বাড়িতে বিএলওরা যাওয়ার আগেই সেই বিষয়ে সুকান্তবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “এসআইআর করানো নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশন এসআইআর করাবে। এতে কার কি করার আছে? বিএলওদের সাথে বিএলএরা যাবে। বিভিন্ন রাজনৈতিক দল বিএলএদের লিস্ট জমা দিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব বিএলওদের সুরক্ষা নিশ্চিত করা। যেন কোনো বিএলও হিংসার শিকার না হন। গোটা ভারতবর্ষেই এর আগে এসআইআর হয়েছে। এবার পশ্চিমবঙ্গেও এসআইআর হচ্ছে।”

Exit mobile version