Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“আজানের সময় সমস্যা নেই, কিন্তু দূর্গাপূজার সময় বাঁধা” তৃণমূলের মুখোশ খুলে দিলেন নীতিন নবীন!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
পশ্চিমবঙ্গের বুকে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে বাঙালি হিন্দুদের সর্বনাশ করছে তৃণমূল সরকার। মাঝেমধ্যেই এই অভিযোগ করতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি নেতাদের। বিভিন্ন ঘটনার কথা তুলে ধরে বাংলায় হিন্দুদের বর্তমানে নিরাপত্তা বলতে কিছু নেই বলেই দাবি করেন বিজেপি নেতারা। আর তাই বিধানসভা নির্বাচনের আগে সেই হিন্দুদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। কেন্দ্রীয় বিজেপি নেতাদের গলাতেও মাঝেমধ্যেই উঠে আসে, বাংলায় হিন্দু সংস্কৃতিকে বাধাদান করা হচ্ছে। এমনকি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করার কারণে হিন্দুদের বিভিন্ন আচরণ অনুষ্ঠান করতেও বাধা দিচ্ছে এখানকার সরকার বলে অভিযোগ করেন তারা। আর আজ সেই কথাই তুলে ধরে তৃণমূলের মুখোশ খুলে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক বিষয় নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে। সব থেকে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বাংলায় হিন্দুদের নিরাপত্তার অভাবের কথা। বিজেপির রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা দাবি করেন, পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ভোট পাওয়ার জন্য এই রাজ্যের সরকার হিন্দু সনাতনীদের বিভিন্ন কার্যক্রমে বাধা দিচ্ছে। এমনকি যেভাবেই হোক, বাংলায় হিন্দুরা আক্রান্ত হচ্ছে এবং সেক্ষেত্রে প্রশাসনের কোনো সদর্থক মনোভাব দেখতে পাওয়া যাচ্ছে না। আর এর পেছনে যে ভোটব্যাংকের রাজনীতি রয়েছে, সেই কথাও বারবার করে তুলে ধরেছেন বিজেপি নেতারা। আর আজ বাংলার ঐতিহ্য এবং পরম্পরা যে দুর্গাপুজো, সেই দুর্গাপূজোর কথা তুলে ধরে বড় মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

এদিন দুর্গাপুরের সভায় বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আর সেখানেই তিনি বলেন, “শক্তির আরাধনা দুর্গাপুজো থেকে হয়। সেটা এই বাংলা থেকে পুরো দেশে পৌঁছে যায়। কিন্তু মায়ের পূজো রক্ষার চেষ্টা করে এই সরকার। আমি বলতে পারি, আজান পড়ার সময় কোনো সমস্যা হয় না। কিন্তু দুর্গাপুজোর আরাধনার সময় প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এটা কোনো হিন্দু বরদাস্ত করবে না। এখানে ভৌগোলিক অবস্থান বদলের চেষ্টা চলছে।”

Exit mobile version