প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বিহারে এসআইআর হওয়ার পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হতে পারে। এইরকম কথা শোনা যাচ্ছিল। কিন্তু কবে সেই এসআইআর হবে, সেই সম্পর্কে পাকাপাকি কোনো খবর সামনে আসেনি। তবে গত ২-৩ দিন ধরে খবর আসছিল যে, খুব দ্রুত হয় চলতি মাসে, তা না হলে নভেম্বরের শুরুতেই বাংলায় ঘোষণা হতে পারে এসআইআর। আর এই পরিস্থিতিতে আজই সেই এসআইআর নিয়ে হয়ে যেতে পারে চূড়ান্ত ফয়সালা। বিকেলেই দিল্লি থেকে ঘোষণা হয়ে যেতে পারে এসআইআরের।
এতদিন ধরে শুধুমাত্র চর্চা চলছিল যে, এসআইআর বাংলায় খুব তাড়াতাড়ি হতে পারে। এমনকি নির্বাচন কমিশন এই ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী দপ্তরকে প্রস্তুত থাকার ব্যাপারে নির্দেশ দিয়েছে। তবে কবে সেই ঘোষণা হবে, তার দিকে সকলেই তাকিয়ে ছিলেন। কিন্তু যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, আজ বিকেলেই দিল্লিতে সাংবাদিক বৈঠক থেকে এই এসআইআরের ঘোষণা করবে ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশন। যেখানে বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠকে বড় কোনো ঘোষণা করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।
তবে এসআইআরের ঘোষণা হতে পারে, এটা নিয়ে একটা সম্ভাবনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। কিন্তু এসআইআর নিয়েই যে আজকের সাংবাদিক বৈঠক থেকে বড় কোনো ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন, সেই সম্পর্কে সুনিশ্চিত কোনো খবর সামনে আসেনি। তবে অনেকে আবার বলছেন, শুধু বাংলায় নয়, গোটা দেশেই ভোটার তালিকায় বিশেষ সংশোধনী প্রক্রিয়া অর্থাৎ এসআইআরের ঘোষণা আজকের সাংবাদিক বৈঠক থেকে করে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত তারা কি ঘোষণা করে, বিকেল চারটে সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশনের ঘোষণার পর তার কি প্রভাব পড়ে পশ্চিমবঙ্গে, সেদিকেই নজর থাকবে সকলের।
