Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“আমার পাড়া, তৃণমূল তাড়া” বিধায়কদের নিয়ে নবান্নের উদ্দেশ্যে রওনা শুভেন্দু!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অভয়ার মৃত্যুর বিচার এখনও হয়নি। আজকের দিনেই আরজিকরে কর্তব্যরত চিকিৎসক তরুনীর ধর্ষণ এবং খুনের ঘটনা সামনে এসেছিল। তারপর রাজ্য জুড়ে প্রতিবাদ হয়েছে। কিন্তু বিচারের বাণী নীরবে-নিভৃতে কেঁদেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অপদার্থতা নিয়ে বারবার করে প্রশ্ন তুলেছে অভয়ার পরিবার থেকে শুরু করে বিরোধীরা। তাই বিচারের দাবিতে আজ অভয়ার পরিবারের পক্ষ থেকেই ডাক দেওয়া হয়েছে নবান্ন অভিযানের। যেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার কথা জানিয়ে দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। অরাজনৈতিক এই কর্মসূচিতে বিজেপির সকল কর্মীরা পতাকা ছাড়া শামিল হবেন বলেই জানিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই কর্মসূচিতেই রাখিবন্ধন উৎসব পালন করে অভয়ার স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে বিধায়কদের নিয়ে বিধানসভা থেকে রীতিমত স্লোগান তুলতে তুলতে নবান্নের উদ্দেশ্যে রওনা হলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, বর্তমানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটি নতুন প্রকল্প সূচনা করেছেন। “আমার পাড়া, আমার সমাধান” প্রকল্পের লাগাতার প্রচার করছে তৃণমূল কংগ্রেস। তবে বিধানসভা ভোটের আগে তৃণমূলের এই প্রকল্পকেই এদিন অভয়ার প্রতি শ্রদ্ধা জানাতে নবান্ন অভিযান কর্মসূচিতে যুক্ত হওয়ার আগেই রীতিমত স্লোগান তুলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার ২ নম্বর গেট থেকে বিজেপির বিধায়কদের নিয়ে নবান্ন অভিযানের কর্মসূচিতে শামিল হওয়ার আগেই স্লোগান তুলতে দেখা গেল তাকে। সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু তাই নয়, “আমার পাড়া, আমার সমাধান” কে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বললেন, “আমার পাড়া, তৃণমূল তাড়া।”

বিশেষজ্ঞরা বলছেন, এই রাজ্যের বিরোধী দলনেতা মন থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়ছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন যে, তিনি শুধুমাত্র বিজেপির বিরোধী দলনেতা নন। গোটা রাজ্যে যেখানে যারা অত্যাচারিত হবে, তিনি সকলের জন্য সকলের পাশে থাকবেন। তাই অভয়ার বিচারের দাবিতে যখন তার বাবা-মা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, তখন সেখানে অরাজনৈতিকভাবে সামিল হওয়ার বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাই নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করে বিধানসভা থেকে সমস্ত বিধায়কদের নিয়ে, অর্থাৎ যারা কলকাতায় রয়েছেন, তাদের সকলকে নিয়ে বিচারের দাবিতে রওনা হলেন শুভেন্দু অধিকারী। যেখানে ডোরিনা ক্রসিংয়ে জমায়েত হওয়ার কথা, সেখানেই অভয়ার মা-বাবার সঙ্গে সেই জমায়েত কর্মসূচি করে নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন শুভেন্দুবাবু সহ বিজেপি বিধায়করা। স্বাভাবিকভাবেই এই নবান্ন অভিযান কর্মসূচিতে এবার পুলিশের কি পদক্ষেপ হয়, কর্মসূচি আটকাতে কতটা দমন পীড়ন নীতি প্রয়োগ করে পুলিশ, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।

Exit mobile version