Site icon প্রিয় বন্ধু মিডিয়া

অমিত শাহকে মীরজাফর আখ্যা মমতার, শুনেই যা বলে ফেললেন শুভেন্দু!

 

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আতঙ্কে ভুগতে শুরু করেছেন। এতদিন তিনি নরেন্দ্র মোদীকে দাঙ্গাবাজ থেকে শুরু করে বিভিন্ন আক্রমণ করতেন। কিন্তু সম্প্রতি যখন এসআইআর বাংলায় হবে বলে কার্যত নিশ্চিত প্রত্যেকেই, ঠিক তখনই এই রাজ্যের মুখ্যমন্ত্রী আবার প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন। তিনি আবার বলছেন যে, অমিত শাহকে বিশ্বাস করবেন না, তিনি একদিন মীরজাফর হয়ে যেতে পারেন। আর মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য যে ভয় থেকেই হচ্ছে এবং তিনি যে বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছেন, সেই ব্যাপারে দ্বিমত নেই কারও মধ্যেই। আর অমিত শাহকে যখন মুখ্যমন্ত্রী মীরজাফর বলে আক্রমণ করছেন, ঠিক তখনই পাল্টা জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

 

 

এই রাজ্যের সাধারণ মানুষ প্রত্যেকটি সময় মুখ্যমন্ত্রীর যে সমস্ত মন্তব্য সামনে আসে, তার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা কি বলেন, তার দিকে নজর রাখেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যেভাবে অমিত শাহকে মীরজাফর বলে আক্রমণ করেছেন, তার পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শমীক ভট্টাচার্য, সকলেই নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। তবে শুভেন্দু অধিকারী, যিনি অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের কি প্রতিক্রিয়া দেন, তার দিকে নজর ছিল রাজ্যবাসীর। অবশেষে আজ সেই মন্তব্যের পাল্টা চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রীকেই আক্রমণ করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা।

 

 

 

এদিন নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর শাস্তি দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরবর্তীতে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া দেন তিনি। যেখানে অমিত শাহকে মুখ্যমন্ত্রী যেভাবে মীরজাফর বলে আক্রমণ করেছেন, তা নিয়ে প্রশ্ন করা হয় শুভেন্দুবাবুকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “মাথার চিকিৎসা দরকার। খুব ভালো। যা করার করে নিন। বাংলা লড়ছে, বাংলা জিতবে।” অর্থাৎ বিজেপির মধ্যে এখন অমিত শাহকে নিয়েই যে সব থেকে বেশি আতঙ্কে এই সমস্ত কথা বলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা সকলেই খুব ভালো মতো জানেন। তাই মুখ্যমন্ত্রীর এই কাঁচা অংক ধরে ফেলে তাকে পাল্টা জবাব দিয়ে আসর জমিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version